এইদিন ওয়েবডেস্ক,নয়াদিল্লি,২১ এপ্রিল : উমেশ পালের অন্যতম খুনি আসাদ ও গুলামকে এনকাউন্টারের পর থেকেই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে ‘অজয় বিষ্ট’ (Mr Ajay Bisht)এবং ‘মিস্টার ঠোক ডো’ নাম দিয়েছেন তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্র (Mahua Moitra) । গত ১৩ এপ্রিল আসাদের এনকাউন্টারের অব্যবহিত পরেই সাংবাদিক বৈঠক করে যোগী আদিত্যনাথকে নিশানা করে মহুয়া মৈত্র বলেন, ‘উত্তরপ্রদেশের শ্রদ্ধেয় মুখ্যমন্ত্রী অজয় বিষ্ট নিজেই বলেছেন যে গাড়িটি উল্টে গেছে । তার নাম অজয় বিষ্ট কিন্তু তিনি নিজেকে যোগী বলে ডাকেন।’ একইভাবে আতিকের এনকাউন্টারের পরেও তিনি বারবার যোগী আদিত্যনাথকে টুইট বার্তায় ‘অজয় বিষ্ট’ বলে সম্বোধন করেন ।
এদিকে মহুয়া মৈত্রের ওই টুইট দেখার পর কয়েকজন ফলোয়ার তার পুরোনো নাম ‘মহুয়া মৈত্র লার্স ব্ররসন’ (MAHUA LARS BRORSON)লিখতে শুরু করেন । আর এতেই বেজায় চটে গিয়ে ‘লার্স ব্রোসেন’ নাম নেওয়া সমস্ত ফলোয়ার্সদের একে একে ব্লক করতে শুরু করে দিয়েছেন মহুয়া মৈত্র । হিমস (Hims) নামে এক ইউজার্স লিখেছেন,’আমি পুরনো নাম মহুয়া লার্স ব্ররসন বলে ডাকতেই ভন্ড রানী মহুয়া মৈত্র আমাকে ব্লক করেছেন । বৈরাগ্যের প্রতীক আমার যোগী আদিত্যনাথের নাম রাখার মধ্যে কোনো ভুল নেই । টিএমসিরা কেন এত ভন্ড হয় ?’
হিমস-এর এই প্রতিক্রিয়ার উত্তরে কেয়া ঘোষ নামে এই ইউজার্স লিখেছেন,’মহুয়া মৈত্র, মানে মহুয়া লার্স ব্রোরসন পশ্চিমবঙ্গে চলমান চাকরির কেলেঙ্কারী সম্পর্কে কথা বলবেন না যেখানে ইতিমধ্যে ৩ টিএমসি বিধায়ককে গ্রেপ্তার করা হয়েছে । তিনি এখানে ছোটখাট ধর্ষণের সাম্প্রতিক ঘটনাগুলি নিয়ে কথা বলবেন না ৷ তবে তিনি একজন মাফিয়া ডনের জন্য চোখের জল ফেলবেন ৷ যদি ভণ্ডামির মুখ থাকত ৷’ একই ভাবে বিশাল দিওয়ান (Vishal Diwan) নামে এই ব্যবহারকারী লিখেছেন,’মহুয়া লার্স ব্ররসন বলায় আমাকেও ব্লক করে দেওয়া হয়েছে ।’
কিন্তু কে লার্স ব্ররসন ? তার নাম শুনে কেনই বা এত চটছেন তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্র ? আসলে লার্স ব্ররসন হলেন মহুয়া মৈত্রের প্রাক্তন স্বামী । ডেনিশ ফিনান্সার লার্স ব্রোসেনকে ২০০২ সালে বিয়ে করেছিলেন মহুয়া মৈত্র । বিয়ের পর তারা স্ক্যান্ডিনেভিয়াতে থাকতেন । যদিও তাদের ডিভোর্স হয় বলে জানা যায় । মহুয়া মৈত্রের এই বিয়ের কথা দেশের খুব অল্প মানুষই জানেন ।।