এইদিন ওয়েবডেস্ক,সৌদি আরব,২১ এপ্রিল : সৌদি আরবে ওমরাহ পালন করতে যাওয়া ৯ পাকিস্তানি দূর্ঘটনায় নিহত হয়েছে । আহত হয়েছে আরও ২৯ জন । নিহতদের মধ্যে কয়েকজন মহিলা ও শিশুও রয়েছে । নিহতরা প্রত্যেকেই পাকিস্তানের নানকানা সাহেবের পার্শ্ববর্তী গ্রাম ইসলামনগর ও চক ১৮ এর বাসিন্দা বলে জানা গেছে। তারা ভিজিট ভিসায় সৌদি আরবে গিয়েছিলেন ।
সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে,ওমরাহ পালনের পর তীর্থযাত্রীদের একটি দল বাসে চড়ে মদিনা থেকে রিয়াদে ফিরছিলেন । ওই দলে ছিল বেশ কয়েকজন পাকিস্থানি । বাসটি আল কাসিম এলাকার কাছে আসতেই দূর্ঘটনার কবলে পড়ে । মিডিয়া রিপোর্টে জানা গেছে,বাসটি খামিস মুশায়েত থেকে আভা যাওয়ার সময় আসির প্রদেশের ১৪ কিলোমিটার দীর্ঘ আকাবত শার সড়কে দুর্ঘটনাটি ঘটেছে ।
সৌদি প্রেস এজেন্সির প্রতিবেদন অনুসারে রাস্তাটি পাহাড় কেটেছে তৈরি করা হয়েছে । রাস্তার মাঝে ১১ টি টানেল এবং ৩২ টি সেতু রয়েছে। বাসটি যখন একটি ব্রিজের নিচের দিকে যাচ্ছিল তখন ব্রেক ফেল করে সেতুর শেষে একটি ডিভাইডারে সজোরে ধাক্কা দিয়ে উল্টে যায় এবং বাসে আগুন ধরে যায় । খবরে বলা হয়েছে, দুর্ঘটনায় আরও ২৯ জন আহত হয়েছেন।।