এইদিন ওয়েবডেস্ক,ওয়াশিংটন,২১ এপ্রিল : ইলন মাস্কের মহাকাশযান নির্মাতা প্রতিষ্ঠান স্পেসএক্সের তৈরি ‘স্টারশিপ’ নামে বিশাল একটি রকেট প্রথমবারের যাত্রাতেই বিধ্বস্ত হয়েছে । তবে কোনো নভোচারী বা বৈমানিক না থাকায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি । মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাসের পূর্ব উপকূলের একটি মহাকাশ যান উৎক্ষেপণ কেন্দ্র থেকে বৃহস্পতিবার সকালে ওই রকেটটি পরীক্ষামূলকভাবে উৎক্ষেপণ করা হয়েছিল । কিন্তু সফলভাবে উৎক্ষেপণের তিন মিনিটের মাথায় সেটিতে আগুন লেগে ধ্বংস হয়ে যায় । এযাবৎ যত রকেট তৈরি হয়েছে তার মধ্যে স্টারশিপ নামের ওই রকেটটি সবচেয়ে বড় । এটি ১২০ মিটারের বেশি উচ্চতা বিশিষ্ট রকেট ছিল বলে জানা গেছে ।
যদিও এটিকে সাফল্য হিসাবেই দেখছেন মার্কিন ধনকুবের ইলন মাস্ক । কারন রকেটটি উৎক্ষেপণের আগে তিনি জানিয়েছিলেন যে উৎক্ষেপণস্থলে বিস্ফোরণ না হলেই একে সাফল্য হিসেবে গণ্য করবেন তিনি । অবশেষে তার সেই ইচ্ছাপূরণ হয়েছে । রকেটটি উৎক্ষেপণের পর দ্রুতগতিতে মেক্সিকো উপকূলের দিকে যাওয়ার কয়েক মিনিটের মধ্যেই যান্ত্রিক গোলযোগ দেখা যায় । রকেটের ৩৩টি ইঞ্জিনের মধ্যে ছয়টি বন্ধ হয়ে যায় । সেখান থেকে ধোঁয়া বের হতে শুরু করে। তিন মিনিট ওড়ার পর রকেটটি কাঁপতে শুরু করে। পরে বড় বিস্ফোরণ ঘটে রকেটে আগুন ধরে যায় ।
তবে ধনকুবের ইলন মাস্ক এই ঘটনায় হতাশ নন । তিনি বলেছেন, তাঁর প্রতিষ্ঠান আগামী কয়েক মাসের মধ্যে আরও একটি রকেট উৎক্ষেপণের পরীক্ষা চালাবে। এক টুইট করে তিনি স্পেসএক্সের টিমকে রোমাঞ্চকর স্টারশিপ রকেট উৎক্ষেপণের জন্য শুভকামনা জানান। তিনি বলেন, ‘আগামী কয়েক মাসের মধ্যে নতুন পরীক্ষামূলক রকেট উৎক্ষেপণের ক্ষেত্রে অনেক কিছু শিখলাম ।’।