এইদিন ওয়েবডেস্ক,ভাদোদরা(গুজরাট),২১ এপ্রিল : শনিবার ভাদোদরায় পরশুরাম জয়ন্তী এবং রমজান ঈদ উৎসবের আয়োজন করা হয়েছে । তার আগে অ্যাকশন মোডে রয়েছে পুলিশ । ভাদোদরায় রামনবমী মিছিলে পাথর ছোড়ার ঘটনার পর পুলিশ নিরাপত্তায় কোনো ঢিলেমি দিতে রাজি নয় । স্পর্শকাতর এলাকায় রাখা হচ্ছে কড়া পুলিশি নিরাপত্তা । পুলিশের পাশাপাশি এসআরপির ৩টি স্কোয়াডও মোতায়েন থাকবে এলাকায় ।
জানা গেছে,ভাদোদরায় পরশুরাম জয়ন্তীর মিছিলের আয়োজন করেছেন স্থানীয় বিধায়ক শৈলেশ মেহতা । মিছিলটি একটি স্পর্শকাতর এলাকা দিয়ে যাবে । নিরাপত্তার অংশ হিসাবে, মিছিলের আগে থেকেই পুলিশ রুট চেক করবে। এর পাশাপাশি পানিগেট থেকে মান্ডভি পর্যন্ত এলাকার ভবনের ছাদও পরিদর্শন করা হবে । ভাদোদরা পুলিশ ড্রোনের সাহায্যে ভবনের ছাদ পরীক্ষা করবে বলে জানা গেছে । একই দিনে পরশুরাম জয়ন্তী এবং ঈদের শোভাযাত্রার আয়োজন হওয়ায় কার্যত রাতের ঘুম উড়ে গেছে ভাদোদরার পুলিশের ।।