এইদিন ওয়েবডেস্ক,পুঞ্চ,২১ এপ্রিল : জম্মু ও কাশ্মীরের পুঞ্চে সন্ত্রাসবাদী হামলায় শহীদ. হয়েছেন ৫ বীর জওয়ান । হামলায় নিহত সেনা জওয়ানরা হলেন হাবিলদার মনদীপ সিং, দেবাশীষ বাসওয়াল, কুলবন্ত সিং, হক্রিশান সিং এবং সেবক সিং । তাঁরা সকলেই এলাকায় সন্ত্রাসবিরোধী অভিযানে নিয়োজিত রাষ্ট্রীয় রাইফেলস ইউনিটের কর্মী । হামলায় গুরুতর আহত আর এক সৈন্যকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং তার চিকিৎসা চলছে ।
আজ শুক্রবার হামলার পর সেনা বাহিনী লুকিয়ে থাকা সন্ত্রাসীদের সন্ধানে জন্য ব্যাপক তল্লাশি অভিযান শুরু করেছে । সন্ত্রাসীদের শনাক্ত করতে ড্রোন ও স্নিফার ডগ ব্যবহার করা হচ্ছে । রাজৌরি ও পুঞ্চের সীমান্তবর্তী জেলাগুলিতে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে এবং নিয়ন্ত্রণরেখার কাছে নজরদারি বাড়ানো হয়েছে । ঘটনার পরে ভিম্বর গালি-পুঞ্চ সড়কে যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে এবং লোকদের মেনধার হয়ে পুঞ্চে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে । ইতিমধ্যে আধিকারিকরা জানিয়েছেন যে এনআইএ ঘটনাস্থল পরিদর্শন করবে এবং তদন্ত করবে ।
সেনা সদর দফতরের উত্তরাঞ্চলীয় কমান্ড আনুষ্ঠানিকভাবে বলেছে যে অজ্ঞাত পরিচয় জঙ্গিরা সেনাবাহিনীর একটি গাড়ি লক্ষ্য করে গুলি চালায় । প্রবল বৃষ্টি ও দৃশ্যমানতা কম থাকার সুযোগ নেয় জঙ্গিরা । সন্ত্রাসবাদীরা গ্রেনেড ব্যবহারের কারণে গাড়িটিতে আগুন লেগে যায় । জৈশ-এ-মহম্মদ সমর্থিত জঙ্গি গোষ্ঠী পিপলস অ্যান্টি-ফ্যাসিস্ট ফ্রন্ট (PAFF) এই হামলার দায় স্বীকার করেছে । এই ঘটনায় চার জঙ্গি জড়িত রয়েছে বলে কর্মকর্তাদের সন্দেহ ।
জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা বলেছেন যে তিনি বীরযোদ্ধাদের মৃত্যুতে গভীরভাবে শোকাহত। দেশের জন্য তাদের সেবা কখনো ভোলার নয়। সৈন্যদের পরিবারের প্রতি সমবেদনা। পাশাপাশি সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়েছে রাজনৈতিক দলগুলো। বৃহস্পতিবার সন্ধ্যায়, বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি) এবং বজরং দল জম্মু শহরের তাভি সেতুতে বিক্ষোভ প্রদর্শন করেছে । সেই সময় পাকিস্তানের বিরুদ্ধে স্লোগান দেওয়া হয় ।।