এইদিন ওয়েবডেস্ক,মালদা,২৮ মার্চ : ডাকাতির আগেই পাঁচ দুষ্কৃতী গ্রেফতার করল মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম আনারুল হক, মহবুল হক, আরজাউল হক,আকমল শেখ ও আমিরুল শেখ । প্রথম তিনজন যথাক্রমে চাঁচলের জানিপুর, বলরামপুর ও রামপুরের বাসিন্দা । বাকি দু’জনের বাড়ি হরিশ্চন্দ্রপুরের হড়কাবাথান এলাকায় । শনিবার রাতে মালদহের হরিশ্চন্দ্রপুরর শিশাতলা এলাকা থেকে তাদের গ্রেফতার করে পুলিশ । ধৃতদের কাছ থেকে একটি স্বয়ংক্রিয় পিস্তল, দু রাউন্ড গুলি ও ধারালো অস্ত্র উদ্ধার হয়েছে বলে জানিয়েছে পুলিশ ।
রবিবার ধৃতদের আদালতে পাঠানো হয় ।
এদিকে নির্বাচনের ঠিক মুখেই বিহার সংলগ্ন এলাকা থেকে ওই পাঁচ দুষ্কৃতিকে অস্ত্রসহ গ্রেফতারের ঘটনায় বিজেপি-তৃণমূলের মধ্যে চাপানউতোর শুরু হয়ে গেছে । তৃণমূলের অভিযোগ,বিজেপি শাসিত রাজ্য বিহার থেকে দুষ্কৃতিদের এরাজ্যে ঢুকিয়ে অশান্তি পাকানোর চেষ্টা করছে বিজেপি। অন্যদিকে তৃণমূলের বিরুদ্ধে একই অভিযোগ করেছে গেরুয়া শিবির ।
পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার রাতে লোটোরা জল ট্যাঙ্কের পাশে জড়ো হয়েছিল ওই দুষ্কৃতী দলটি । গোপনে সুত্র থেকে খবর পেয়ে সেখানে হানা দেয় পুলিশবাহিনী । পুলিশকে দুষ্কৃতীরা পালানোর চেষ্টা করে । কিন্তু পুলিশ পিছু ধাওয়া করে তাদের ধরে ফেলে । তারপর দুষ্কৃতিদের তল্লাশি চালাতেই উদ্ধার হয় অস্ত্রসস্ত্র । ডাকাতির উদ্দেশ্যেই তাঁরা জড়ো হয়েছিল বলে অনুমান পুলিশের ।
প্রসঙ্গত,সম্প্রতি বিহার থেকে হরিশ্চন্দ্রপুরে আগ্নেয়াস্ত্র নিয়ে আসার সময় একাধিক দুষ্কৃতীকে গ্রেফতার করেছিল পুলিশ । তখন উদ্ধার হয়েছিল সাধারন বন্দুক ও গুলি । কিন্তু শনিবার রাতে দুষ্কৃতিদের কাছ থেকে আধুনিক পিস্তল উদ্ধার হওয়ার উদ্বিগ্ন পুলিশ ।
হরিশ্চন্দ্রপুর-১ ব্লক তৃণমূল সভাপতি মানিক দাসের অভিযোগ, ‘বিহারে বিজেপির জোট সরকার । তাই সেখান থেকে অস্ত্র নিয়ে এসে নির্বাচনের মুখে সন্ত্রাস চালানোর ছক কষছে বিজেপি । তবে পুলিশ সজাগ রয়েছে। বিজেপির অভিসন্ধি সফল হবে না।’
অন্যদিকে বিজেপির হরিশ্চন্দ্রপুর-১ মণ্ডল সভাপতি রূপেশ আগরওয়াল বলেন, ‘তৃণমূলের অপর নাম সন্ত্রাস । তৃণমূলের মদতেই দুষ্কৃতিদের হাতে সহজে অস্ত্র পৌঁছে যাচ্ছে । বিজেপি সন্ত্রাসকে প্রশ্রয় দেয় না ।’।