দেখতে দেখতে অনেক সময় পার
মুছতে মুছতে অনেকটা কান্না
তোমার কথা আগের মতো করে
এখন তেমন মনেই পড়ে না।
যন্ত্রণা আজ জমাট বাঁধা লাশ
স্মৃতির বোঝা বইতে গিয়ে ক্লান্ত
ভীষণ ফিকে ভালোবাসার রঙ
সব হারিয়ে জীবন সর্বস্বান্ত।
স্তব্ধ রাতে ঘুম ভেঙে যায় রোজ
স্বপ্ন দেখতে বড্ড লাগে ভয়
টুকরো হলো নীল মলাটের প্রেম
মনের কথা মনেই লেগে রয়।
কাজল চোখে হঠাৎ নামে বৃষ্টি
সইতে সইতে বুক হয়েছে পাথর
হয়নি গাওয়া অভিমানের গান
দুঃখগুলো অল্প শোকেই কাতর।
হাঁটতে হাঁটতে অনেকখানি পথ
পাওয়ার খাতা তবুও যেন শুন্য
তোমায় দেখি অনেক দিনের পর
এখন তুমি এ যুগের অভিমুন্য ।।