এইদিন ওয়েবডেস্ক,লখনউ,২০ এপ্রিল : সম্প্রতি প্রয়াগরাজে বন্দুকবাজের হামলায় নিহত গ্যাংস্টার আতিক আহমেদকে দেশের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার ‘ভারতরত্ন’ দেওয়ার দাবি তুলেছেন উত্তরপ্রদেশের এক কংগ্রেস নেতা । লখনউ-এ পৌরসভা নির্বাচন হতে চলেছে । আজাদ স্কোয়ারের ৪৩ নম্বর ওয়ার্ড থেকে কংগ্রেস প্রার্থী হয়েছেন রাজকুমার সিং ওরফে রাজু ভাইয়া নামে ওই কংগ্রেস নেতা । নির্বাচনী জনসভায় ভাষণ দেওয়ার সময় আতিককে “শহীদ” বলে বর্ণনা করেন রাজকুমার । এরপর তিনি দাবি করে বসেন আতিক আহমেদকে ভারতরত্ন’ দেওয়া উচিত । শুধু তাইই নয়,আতিকের শেষকৃত্য করার সময় তার দেহ তেরঙ্গায় মোড়ানো উচিত ছিল বলেও মন্তব্য করেন ওই কংগ্রেস নেতা ।
এদিকে কংগ্রেস নেতা রাজকুমার সিংয়ের ওই বক্তব্যের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় । বহু গুরুতর মামলার একজন আসামিকে ‘ভারতরত্ন’ দেওয়ার দাবির বিরুদ্ধে সমালোচনায় সরব হন নেটিজেনরা । ভিডিওটি নজরে পড়তেই নড়েচড়ে বসে পুলিশ । শেষ পর্যন্ত পুলিশ রাজকুমারকে গ্রেপ্তার করে । পাশাপাশি রাজকুমার সিং ওরফে রাজু ভাইয়াকে ৬ বছরের জন্য দল থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানা গেছে।।