কবিতা লিখবো বলে কখন ভাবিনি
কবিতা লিখবো বলে রাত জাগিনি
কবিতা লিখবো বলে শব্দের গায়ে বিলি কাটিনি
কবিতা লিখবো বলে কখনো ছন্দ শিখিনি!
খুঁজেছি শুধু তোমাকে
মনের অলিতে গলিতে!
খুঁজেছি তোমাকে ঘু ঘু ডাকা এক
অলস দুপুরের নিস্তব্ধতায়
খুঁজেছি তোমাকে নির্ঘুম রাতে
ওই তারা ভরা আকাশের নিঃসীম শূন্যতায়!
চেয়েছি জ্যোৎস্না ভরা রাতে
অলীক কল্পনায় ভেসে যেতে
যেখানে থাকবে তুমি আমি আর়়
আমাদের যত কথা
চেয়েছি কখনো এক নির্জন সৈকতে
জলতরঙ্গের মূর্ছনায় ভাবতরঙ্গে সমাধি
হোক দুটি পবিত্র হৃদয়ের।
খুঁজেছি শুধু খুঁজেছি তোমায় জলে,স্থলে
অন্তরীক্ষে শূণ্য মনের গহীনে
পাইনি তোমাকে খুঁজে……
ফল্গু ধারায় বয়ে যাওয়া আমার গোপন অশ্রু
শুধু বুঝিয়ে দিয়েছে তোমার অনুভূতি।
এই কি প্রেম?এরই নাম কি ভালোবাসা?
আচ্ছা তুমিও কি আমাকে ভালোবাসো?
খোঁজ আমাকে এমন হৃদয় দিয়ে?
ভালোবাসলে কি কাঁদতে হয় কাঁদাতে হয়?
এটাই যদি হয় ভালবাসা তবে আমিও চাই
তুমিও খুঁজে বেড়াও অনন্তকাল আমাকে
নীরব অশ্রু ঝড়ে পড়ুক তোমার ও বুকের উপর।
আমাদের প্রতিটি অশ্রুফোঁটায় জন্ম নিক
নতুন শব্দ নতুন ছন্দ নতুন কবিতা
আমাদের অশ্রুফোঁটায় পাপড়ি মিলুক শত শ্বেতপদ্ম
আমাদের সমাধি হোক ফুলেফুলে ঢাকা ।।