এইদিন ওয়েবডেস্ক,মানাগুয়া,১৯ এপ্রিল : নিকারাগুয়া সরকারের মানবাধিকার লঙ্ঘন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল । মঙ্গলবার অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানিয়েছে, প্রেসিডেন্ট ড্যানিয়েল ওর্তেগা এবং ভাইস প্রেসিডেন্ট রোজারিও মুরিলোর নেতৃত্বে নিকারাগুয়ার সরকার দেশে তাদের বিরোধীদের দমন-পীড়ন তীব্রতর করছে । রাজনৈতিক প্রতিপক্ষকে নির্বিচারে গ্রেফতার, নির্যাতন ও নাগরিকত্ব থেকে বঞ্চিত করছে ।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের ল্যাটিন আমেরিকার ডিরেক্টর এরিকা গুয়েভারা রোজাস একটি সংবাদিক সম্মেলনে বলেছেন,’আমরা নিকারাগুয়ান সরকারের দ্বারা পরিচালিত দমন-পীড়ন অব্যাহত রাখার এবং সরকারের নীতির সমালোচকদের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের বিভিন্ন নিদর্শন সম্পর্কে রিপোর্ট পেয়েছি ।’ তিনি আরও বলেন, ‘ওর্তেগার সরকার বিচার ব্যবস্থাকে দমন-পীড়নের সাথে সংযুক্ত করেছে এবং সমালোচকদের অন্যায্য বিচার করেছে ।’
অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের প্রতিবেদনে বলা হয়েছে,আন্তর্জাতিক আইন বহির্ভূত ভাবে জাতিগত, ধর্মীয় বা রাজনৈতিক কারণে নাগরিকদের নির্বিচারে নিপিড়ন চালানো হচ্ছে নিকারাগুয়ায় । উল্লেখ্য, ড্যানিয়েল ওর্তেগা এবং তার পরিবার কয়েক দশক ধরে নিকারাগুয়ায় ক্ষমতা কুক্ষিগত করে রেখেছে ।।