এইদিন ওয়েবডেস্ক,নেপাল,১৮ এপ্রিল : উত্তর-মধ্য নেপালের গন্ডাকি প্রদেশের মাউন্ট অন্নপূর্ণার চার নম্বর ক্যাম্পের কাছ থেকে নিখোঁজ হয়ে যান ২৭ বর্ষীয়া শীর্ষস্থানীয় ভারতীয় মহিলা পর্বতারোহী বলজিৎ কৌর (Baljeet Kaur) । শেষ পর্যন্ত তাঁকে তাকে জীবিত পাওয়া গেছে বলে এক অভিযান সংগঠক জানিয়েছেন । বর্তমানে নেপালের একটি হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে । প্রসঙ্গত, নেপালের অন্নপূর্ণা শৃঙ্গ পৃথিবীর দশম-সর্বোচ্চ পর্বত । এর উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে ৮,০৯১ মিটার । এই শৃঙ্গটিকে খুবই বিপদসঙ্কুল বলে মনে করা হয় ।
সোমবার রাজস্থানের কিষাণগড়ের বাসিন্দা অনুরাগ মালু (Anurag Malu) মাউন্ট অন্নপূর্ণার তৃতীয় ক্যাম্প থেকে নামার সময় ৬,০০০ মিটার থেকে পড়ে গিয়ে নিখোঁজ হন । তাঁকে খুঁজে পাওয়ার সম্ভাবনা ক্ষীণ বলে জানিয়েছেন বেস ক্যাম্পের কর্মকর্তারা ।অনুরাগ মালু নিখোঁজ হওয়ার মাত্র কয়েক ঘন্টার মধ্যেই মাউন্ট অন্নপূর্ণার চতুর্থ ক্যাম্পের কাছ থেকে নিখোঁজ হয়ে যান আরও এক ভারতীয় পর্বতারোহী বলজিৎ কৌর ।
পাইওনিয়ার অ্যাডভেঞ্চারের চেয়ারম্যান পাসাং শেরপা বলেছেন যে বলজিৎ কৌর সোমবার বিকেল ৫.১৫ নাগাদ দুই শেরপা গাইডের সাথে অক্সিজেন ছাড়াই অন্নপূর্ণা পর্বতে আরোহণ করেন এবং ক্যাম্প চারের উপরে নিখোঁজ হয়ে যান । তিনটি হেলিকপ্টার দিয়ে তাঁর সন্ধান চালানো হচ্ছিল । আজ সকাল পর্যন্ত রেডিও যোগাযোগের বাইরে ছিলেন কৌর । পরে তিনি রেডিও সংকেত পাঠাতে সক্ষম হন। শেরপা জানান, তার জিপিএস অবস্থান ৭,৩৫৭ মিটার (২৪,১৯৩ ফুট) উচ্চতা নির্দেশ করছিল । পরে তাঁকে নির্দিষ্ট জায়গা থেকে হেলিকপ্টারে উদ্ধার করা হয় । এদিকে এই খবরে খুশি সমগ্র ভারতবাসী ।
হিমাচল প্রদেশের বাসিন্দা বলজিৎ কৌর গত বছরের মে মাসে মাউন্ট লোটসে জয় করা প্রথম ভারতীয় পর্বতারোহীর খেতাব অর্জন করেছিলেন । তিনি এক মৌসুমে চারটি ৮,০০০-মিটার শৃঙ্গ আরোহণ করেছিলেন ।
এদিকে সেভেন সামিট ট্রেকসের চেয়ারম্যান মিংমা শেরপার(Mingma Sherpa) জানিয়েছেন, আয়ারল্যান্ডের প্রথম পর্বতারোহী নোয়েল হান্না (Noel Hanna) যিনি শীতের মৌসুমে কে-২ এর চূড়ায় পৌঁছান, গত রাতে চার নম্বর ক্যাম্পে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন । তার মৃতদেহটি বেস ক্যাম্পে ফিরিয়ে আনার চেষ্টা চলছে বলে জানিয়েছেন আয়োজকরা ।।