এইদিন ওয়েবডেস্ক,পাটনা,১৮ এপ্রিল : চুড়ান্ত নৈরাজ্য চলছে নীতিশ কুমার শাসিত বিহারে । সোমবার দুপুরে এলাকায় পরিদর্শনে যাওয়া মহিলা খনি পরিদর্শকসহ আধিকারিকদের পিছু ধাওয়া করে ব্যাপক মারধর করেছে বালি মাফিয়াদের গুন্ডারা । এই ঘটনায় একজন মহিলা আধিকারিক এবং দুই খনি পরিদর্শক সহ দলের তিনজন সদস্য আহত হয়েছেন । পুলিশ এই বিষয়ে ৩ টি এফআইআর নথিভুক্ত করেছে । এখনও পর্যন্ত মোট ৪৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে । প্রায় ৫০টি গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে । গাড়ির মালিক ও চালকদের বিরুদ্ধে এফআইআর নথিভুক্ত করার ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং বাকি অভিযুক্তদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছেন পাটনার পুলিশ সুপার ।
জানা গেছে,ওভারলোডিং পরিদর্শনের জন্য খনির পরিদর্শকসহ ওই দলটি সোমবার দুপুরে ঘটনাস্থলে যান । কিন্তু তারা বেলা সাড়ে তিনটে নাগাদ বিহারের রাধানি পাটনার বিহতায় কৈলওয়ার ব্রিজের নিচে বন্ধ পেট্রোল পাম্পের কাছাকাছি আসতেই বালি মাফিয়াদের গুন্ডাবাহিনী ওই তাদের উপর লাঠিসোঁটা ও ইঁটপাটকেল নিয়ে চড়াও হয় । তারা মহিলা খনি পরিদর্শকের উদ্দেশ্যে গালিগালাজ করতে থাকে । কয়েকজন দুষ্কৃতী এক মহিলাকে টেনে হিঁচড়ে নিয়ে যায় । ওই মহিলাকে পাথর ছুড়ে মারে দুষ্কৃতকারীরা । ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় ।।