এইদিন ওয়েবডেস্ক,দামাস্কাস,১৮ এপ্রিল : সিরিয়ায় মার্কিন বাহিনীর হামলায় খতম হয়েছে আইএসের এক শীর্ষ সন্ত্রাসবাদী । সোমবার নিহত সন্ত্রাসবাদীর পরিচয় প্রকাশ করেছে মার্কিন কেন্দ্রীয় কমান্ড বা সেন্টকম । সেন্টকম একটি নিউজলেটারে বলেছে যে আব্দুল হাদি মাহমুদ আলহাজি আলী নামে ওই কুখ্যাত সন্ত্রাসবাদীকে সোমবার সকালে উত্তর সিরিয়ায় একটি হেলিকপ্টার দিয়ে টার্গেট করে হত্যা করা হয়েছে । ওই সন্ত্রাসবাদী মধ্যপ্রাচ্য ও ইউরোপে সন্ত্রাসী হামলার পরিকল্পনার জন্য দায়ী ছিল বলে নিউজলেটারে জানানো হয়েছে । সেন্টকম জানিয়েছে যে এই হামলায় আইএসআইএসের আরও দুই সদস্যও নিহত হয়েছে ।
সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলেছে যে হামলাটি সিরিয়ার উত্তর সীমান্তে জারাব্লুস শহর থেকে ২৫ কিলোমিটার পশ্চিমে আল-সুওয়াইদা গ্রামের হয় । গ্রামের একটি ভবনে আইএসআইএস ওই সদস্যরা উপস্থিত ছিল । তখন ভবনে বিমান হামলা চালায় মার্কিন বাহিনী । তবে হামলায় কোন বেসামরিক নাগরিক বা আমেরিকান বাহিনীর ক্ষতি হয়নি বলে জানিয়েছেন সেন্টকমের একজন মুখপাত্র ।
এপ্রিলের শুরুর দিকে মার্কিন সামরিক বাহিনী ঘোষণা করেছিল যে তারা সিরিয়ায় হামলা চালিয়ে আইএসআইএসের সিনিয়র নেতা খালেদ ইদ আহমেদকে হত্যা করেছে । ওই সন্ত্রাসবাদী তুরস্ক ও ইউরোপে হামলার পরিকল্পনার জন্য দায়ী ছিল । এর আগে ২০১৯ সালে অক্টোবরে ওয়াশিংটন ঘোষণা করেছিল যে তারা উত্তর-পশ্চিম সিরিয়ায় একটি অভিযানে আইএসআইএস নেতা আবু বকর আল-বাগদাদিকে হত্যা করেছে । সেন্টকম সেন্টারের পরিচালক জেনারেল মাইকেল কোরিলা সোমবার এক বিবৃতিতে বলেছেন,আইএসআইএস ওই অঞ্চল থেকে মধ্যপ্রাচ্যের বাইরে হামলা চালানোর পরিকল্পনা করছিল ।
রিপোর্ট অনুযায়ী, প্রায় ৯০০ মার্কিন সেনা এখনো সিরিয়ায় রয়ে গেছে। সিরিয়া এবং ইরাকে আইএসআইএস-এর সাথে লড়াই করা এই মার্কিন বাহিনী বেশিরভাগই সিরিয়ার উত্তর-পূর্বে কুর্দিদের প্রশাসনের অধীনে একটি এলাকায় উপস্থিত রয়েছে।।