মনোজ কুমার মালিক,ভাতার(পূর্ব বর্ধমান),১৭ এপ্রিল : পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার কুলচণ্ডা গ্রামের মালিক পাড়ার উদ্যোগে বাবা পঞ্চানন ধামের বাৎসরিক অনুষ্ঠানের আয়োজন করা হল । এবছর এই অনুষ্ঠানটি সপ্তম বছরে পদার্পণ করলো । উৎসব শুরু হয় শনিবার বাংলার নববর্ষের দিন । রবিবার সারা দিন রাত ব্যাপি হরিনাম সংকীর্তনের আয়োজন করা হয় । আজ সোমবার ভগবান মহাদেবকে নগর প্ররিক্রমা করার পর পঞ্চানন ধামে আনার পর পূজার্চনা করা হয় । দুপুরে শ্রদ্ধালুদের জন্য ভোগের ব্যাবস্থা করা হয়েছিল । প্রায় তিন হাজার ভক্ত অন্নভোগ গ্রহণ করেন । সন্ধ্যায় অধিবাসের মধ্য দিয়ে সমাপ্ত হয় কুলচণ্ডা গ্রামের মালিক পাড়ার পঞ্চানন ধামের বাৎসরিক উৎসব ।
দেখুন ভিডিও 👇
পূজো উদ্যোক্তাদের অভিযোগ,পঞ্চানন ধামের পানীয় জলের সমস্যা রয়েছে দীর্ঘদিন ধরে । ফলে তীব্র দাবদহে পানীয় জল সংগ্রহ করতে নাকাল হতে হয় কুলচণ্ডা গ্রামের মালিক পাড়ার বাসিন্দাদের । এনিয়ে তারা তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন । যদিও পঞ্চানন ধামের বাৎসরিক অনুষ্ঠান উপলক্ষে শ্রদ্ধালুদের তিনটি জলের ট্যাঙ্কের ব্যবস্থা করা হয়েছিল বলে জানান উদ্যোক্তারা ।।