দিব্যেন্দু রায়,কেতুগ্রাম(পূর্ব বর্ধমান),১৭ এপ্রিল : পুরনো বিবাদের জেরে এক দম্পতিকে কোদাল দিয়ে কোপানোর অভিযোগ উঠল প্রতিবেশী ব্যক্তির বিরুদ্ধে । সোমবার সকালে ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রাম থানার সুজাপুর গ্রামে । আহত দম্পতি নিরঞ্জন মজুমদার (৩৮) ও শিলা মজুমদার(৩৪) বর্তমানে কাটোয়া মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন । তাঁদের দু’জনের মাথাতেই আঘাত লেগেছে বলে জানা গেছে । এদিকে ঘটনার পর থেকেই চম্পট দিয়েছেন একই গ্রামের বাসিন্দা অভিযুক্ত নিখিল সরকার ।
জানা গেছে,কেতুগ্রাম থানার পশ্চিম সুজাপুরের বাসিন্দা নিরঞ্জন মজুমদার সব্জী চাষ করেন । পাশাপাশি বাড়িতে বসবাস অভিযুক্ত নিখিল সরকারের । বাড়ির সীমানা নিয়ে দুই পরিবারের মধ্যে বেশ কিছুদিন ধরে বিবাদ চলছে । এনিয়ে একবার নিখিলে বিরুদ্ধে থানায় অভিযোগও দায়ের করেছিলেন নিরঞ্জন । সেই বিবাদের জেরে এদিন সকালে নিরঞ্জন ও তার স্ত্রীর উপর নিখিল হামলা চ্যলায় বলে অভিযোগ ।
আক্রান্তের পরিবার সূত্রে খবর,এদিন সকালে নিরঞ্জনবাবু জমি থেকে সব্জী তুলে বাজারের উদ্দেশ্যে রওনা হলে তার বাড়ির সামনেই পথ আটকায় নিখিল সরকার । নিখিলের হাতে একটি কোদাল ছিল । সেই কোদাল দিয়ে সে নিরঞ্জনবাবুর মাথায় কোপ বসিয়ে দেয় । শিলাদেবী স্বামীকে বাঁচাতে ছুটে এলে তার মাথাতেও কোদাল দিয়ে কোপানো হয় বলে অভিযোগ । এরপর পরিবারের লোকজন ও প্রতিবেশীরা জখম দম্পতিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে কেতুগ্রাম ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায় । সেখানে তাদের প্রাথমিক চিকিৎসার পর কাটোয়া হাসপাতালে স্থানান্তরিত করা হয় ।।