এইদিন ওয়েবডেস্ক,আলাবামা,১৭ এপ্রিল : ফের গনহত্যার ঘটনা ঘটেছে আমেরিকায় । এবারে রবিবার রাতে আমেরিকার আলাবামার ডেডেভিলে মেহগনি মাস্টারপিস ডান্স স্টুডিওতে আয়োজিত একটি কিশোরের জন্মদিনের পার্টিতে এক বর্ণবিদ্বেষী মার্কিন শেতাঙ্গ কিশোরের এলোপাথাড়ি গুলিতে নিহত হয়েছে ৬ জন নাবালকের । আহত হয়েছে আরও অন্তত ২০ জন । তবে অভিযুক্তদের গ্রেপ্তার বা মৃত্যুর কোনো খবর এখনো পাওয়া যায়নি ।
মিডিয়া রিপোর্টে জানা গেছে,ডেডেভিলে মেহগনি মাস্টারপিস ডান্স স্টুডিওতে আয়োজিত এক কিশোরের জন্মদিনের পার্টির নাম দেওয়া হয়েছিল সুইট-১৬ । পার্টি শেষ হওয়ার ঠিক মুখেই কেউ এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে । সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় আতঙ্কে লোকজন ছোটাছুটি করছে । যদিও কয়েক মিনিটের মধ্যেই সেখানে পৌঁছে যায় পুলিশ। কিছু প্রতিবেদনে মৃতের সংখ্যা চার জন বলে উল্লেখ করা হয়েছে। তবে পুলিশ ৬ নাবালকের মৃতদেহ উদ্ধার করেছে বলে দাবি করেছেন প্রত্যক্ষদর্শীর । একজন পুলিশ সদস্যও আহত হয়েছেন । নিহত নাবালকদের মধ্যে একজন প্রতিভাবান ক্রীড়াবিদও রয়েছে বলে জানিয়েছেন আলাবামার গভর্নর কে আইভে । ডেডেভিলের জনসংখ্যা মাত্র ৩,২০০ জন । এই ঘটনার পর ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে এলাকায় ।
প্রসঙ্গত,মার্কিন নাগরিকদের আগ্নেয়াস্ত্রের লাইসেন্স বিতরণ প্রক্রিয়া খুবই সহজ । প্রতি ঘরে ঘরেই দু’চারটি করে আগ্নেয়াস্ত্র থাকে । আর আমেরিকার এই বন্দুক সংস্কৃতির কারনে প্রায়ই বন্দুকবাজদের হামলার ঘটনা ঘটে থাকে । বিশেষ করে ইতিপূর্বে মার্কিন শেতাঙ্গদের বর্ণবিদ্বেষের শিকার হয়েছে বহু নাগরিক । আলাবামার ডেডেভিলের এই ঘটনার একদিন আগে কেনটাকি রাজ্যে ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটে । তাতে দুই জনের মৃত্যু হয়েছে । চলতি বছরের জানুয়ারি থেকে আমেরিকায় মোট ১৩৯ টি বন্দুক হামলার ঘটনা ঘটেছে ।।