এইদিন ওয়েবডেস্ক,নয়াদিল্লি,১৬ এপ্রিল : মাফিয়া ডন তথা সমাজবাদী পার্টির(এসপি) প্রাক্তন সাংসদ আতিক আহমেদ (৬০) এবং তার ভাই আশরাফের হত্যাকাণ্ড নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গাঁন্ধী ভাদ্রা । রবিবার তিনি বলেছেন, অপরাধীদের কঠোর শাস্তি হওয়া উচিত, তবে এটি দেশের আইন অনুসারে হওয়া উচিত,কোনও রাজনৈতিক উদ্দেশ্যে আইনের সাথে খেলা গণতন্ত্রে গ্রহণযোগ্য নয় ।’ অর্থাৎ নাম না করে এই হত্যাকাণ্ডের জন্য কার্যত তিনি যোগী আদিত্যনাথ সরকারকেই কাঠগড়ায় তুলেছেন ।
শনিবার রাত্রি দশটা নাগাদ আতিক আহমেদ ও ভাই আশরাফকে ডাক্তারি পরীক্ষার জন্য প্রয়াগরাজের একটি মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হচ্ছিল । কড়া পুলিশি পাহাড়ায় আতিক সাংবাদিকদের সাথে কথা বলার সময় ৩ যুবক আতিক ও আশরাফের উপর এলোপাথাড়ি গুলি চালিয়ে হত্যা করে । মোট ২২ টি গুলি লাগে দুই ভাইয়ের শরীরে ।
এই হত্যাকাণ্ডের একদিন পর কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গাঁন্ধী ভাদ্রার প্রতিক্রিয়া সামনে এল । প্রিয়াঙ্কা গান্ধী হিন্দিতে টুইট করেছেন, ‘দেশের আইন সংবিধানে লেখা আছে এবং এই আইন সর্বোচ্চ । অপরাধীদের কঠোর শাস্তি হওয়া উচিত । তবে তা হতে হবে দেশের আইন অনুযায়ী। কোনো রাজনৈতিক উদ্দেশ্যে আইন ও বিচার প্রক্রিয়া নিয়ে খেলা বা লঙ্ঘন করা আমাদের গণতন্ত্রের সঙ্গে বেমানান।’
প্রিয়াঙ্কা গান্ধী বলেছেন,’যারা এই কাজ করেছে তাদের কেউ সুরক্ষা দিয়েছে,তাদেরও দায়ী করা উচিত এবং সেই ব্যক্তির বিরুদ্ধে আইন কঠোরভাবে প্রয়োগ করা উচিত । দেশে ন্যায়বিচার এবং আইনশৃঙ্খলা সর্বোচ্চ হওয়া উচিত ।’।