এইদিন ওয়েবডেস্ক,বোকারো(ঝাড়খণ্ড),১৫ এপ্রিল : ফের কংগ্রেস শাসিত ঝাড়খণ্ডে মন্দিরে হামলার ঘটনা ঘটেছে । এবারে বোকারোর মরাফারী থানা এলাকার কাশিয়াতাদ ময়দানে অবস্থিত একটা মন্দিরে শিবলিঙ্গ ও হনুমানজির মূর্তি নষ্ট করে দিয়ে পালিয়েছে দুষ্কৃতীদল । শিবলিঙ্গের কাছে রাখা ত্রিশূলটি মন্দির থেকে কিছুটা দূরে ফেলে রাখা হয়েছে ।
দৈনিক জাগরণের প্রতিবেদনে জানা গেছে,মন্দির ভাঙচুরের কথা আশপাশের এলাকায় চাওড় হতেই বিপুল সংখ্যক মানুষ সেখানে জড়ো হন । তারা মন্দির ও দেবমূর্তি ভাঙচুরের তীব্র প্রতিবাদ জানান । খবর পেয়ে ডিএসপি মুকেশ কুমার, সিটি ডিএসপি কুলদীপ কুমার, ট্রাফিক ডিএসপি পুনম মিঞ্জ সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা বিশাল পুলিশবাহিনী নিয়ে ঘটনাস্থলে ছুটে আসেন । স্থানীয় বাসিন্দারা দোষীদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানান । ঘটনার সঙ্গে জড়িতদের পুলিশ দ্রুত গ্রেপ্তারের আশ্বাস দিলে শান্ত হন ক্ষিপ্ত জনতা ।
জানা গেছে,দুষ্কৃতকারীদের সন্ধানে ঘটনাস্থলে ডগ স্কোয়াড এনে তদন্ত করা হয় । কিন্তু স্নিফার ডগ কাজে লাগিয়েও তেমনভাবে কোনো সূত্র না পাওয়া গেলে ফিঙ্গারপ্রিন্ট টিমকে ডাকা হয় । এরপর বিশেষজ্ঞরা ঘটনাস্থল থেকে আঙ্গুলের ছাপের ছবি নিয়ে যায় । জানা গেছে,এবারের রাম নবমীর দিনে প্রতিমা স্থাপন করা হয়েছিল । স্থানীয় বিধায়কও এই অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন ।।