পম্পেই অথবা সদিয়াতে ছিলাম কী সাথে?
তোমার নামের নামাবলি জড়িয়ে
নতজানু সময়ের ঘাটে,
সমস্থলীতে নোয়ানো মাথা..
জলোচ্ছ্বাসে ভেসে যায় গঙ্গা যমুনা!
ক্যালেন্ডারের বিশেষ দিনগুলো
আনাড়ির মতো আসে যদিও নিয়ন্ত্রণহীন
বিষণ্ন বিবশ কালের পাতা ঝরা!
অন্তর্বেদীতে চিনচিন করে বুক তবুও
অফুরান সিঞ্চনে সিক্ত মৃগশিরা!
নামাবলির সহস্র নাম
সস্নেহে শেকড় প্রলম্বিত করে…
প্রতিটি রোমকূপের গভীর থেকে গভীরে
ঘন বিন্যাসে বসে থাকে!
লাইট হাউজে জিরোয় হৃদয়…একান্তে!
উঠে দাঁড়াই…
নামহীন নামাবলি নামিয়ে রাখি
অবেলার মাঠে !