এইদিন ওয়েবডেস্ক,রায়গড় ও তুমকুর,১৫ এপ্রিল : মহারাষ্ট্র ও কর্ণাটকে দুই পৃথক দূর্ঘটনায় শিশুসহ অন্তত ১৭ জন নিহত হয়েছে । আহত হয়েছে কয়েক ডজন । আজ শনিবার ভোর চারটে নাগাদ মহারাষ্ট্রের রায়গড়ের পুনে-মুম্বাই হাইওয়ে দিয়ে যাওয়ার সময় একটি যাত্রীবাহী বাস বাস খাদে পড়ে পড়ে গেলে দূর্ঘটনাস্থলেই অন্তত ১২ জন যাত্রীর মৃত্যু হয় । এই ঘটনায় ২৫ জনেরও বেশি যাত্রী আহত হয়েছেন । জানা গেছে,ওই বেসরকারি বাসটি পুনে থেকে মুম্বাই যাচ্ছিল। প্রায় ৪০ জন যাত্রী ছিল বাসে । ভোর ৪ টা নাগাদ পুনে মুম্বাই হাইওয়ের খোপোলিতে দ্রুত গতিতে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় । বাসটি কার্যত দুমড়ে মুচড়ে যায় । খবর পেয়ে উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে বাসে হতাহতদের উদ্ধার করে। অতিরিক্ত গতিই দূর্ঘটনার কারণ বলে মনে করছে পুলিশ ।
অন্যদিকে কর্ণাটকের তুমকুরে বেসরকারি যাত্রীবাহী বাস ও একটি ইনোভা গাড়ির মধ্যে সংঘর্ষে মৃত্যু হয়েছে এক শিশু ও দম্পতিসহ পাঁচজনের । মৃত দম্পতি হলেন গোবিন্দ নায়ক(৫৮) ও থিপ্পাম্মা(৫২) । বাকি তিনজনের পরিচয় পাওয়া যায়নি । তুমকুরের হিরেহাল্লির কাছে ৪৮ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনাটি ঘটে। বেঙ্গালুরু থেকে শিরাগামী একটি বেসরকারি বাস তুমকুর থেকে বেঙ্গালুরুর দিকে আসা একটি ইনোভা গাড়ির সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে ।
জানা গেছে, দ্রুতগামী বাসটি প্রথমে রাস্তার ডিভাইডারে ধাক্কা দেয় পরে ধাক্কা দেয় ইনোভা গাড়িটিকে । মৃতদেহগুলি তুমকুর জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে ।।