এইদিন ওয়েবডেস্ক,কিয়েভ,১৫ এপ্রিল : রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় একজন শিশুসহ অন্তত আটজন নিহত হয়েছে বলে জানালো ইউক্রেনের কর্তৃপক্ষ । শুক্রবার স্লোভিয়ানস্ক শহরে এই হামলার ঘটনা ঘটে । দোনেৎস্ক অঞ্চলের গভর্নর পাভলো কিরিলেঙ্কো বলেছেন, বাখমুত শহরের পশ্চিমে স্লোভিয়ানস্কে সাতটি ‘এস-৩০০’ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে রাশিয়া । তার মধ্যে একটি ক্ষেপণাস্ত্র একটি ভবনে আঘাত করলে হতাহতের ঘটনাটি ঘটে । তিনি জানান,সব জায়গায়তেই ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে । এযাবৎ ৮ জন নিহত ও ২১ জন আহত হয়েছে । ইউক্রেনের পুলিশ একটি টুইটে বলেছে যে ধ্বংসস্তূপের নিচে থেকে আহতদের বের করে অ্যাম্বুলেন্সে হাসপাতাল নিয়ে যাওয়ার সময় একটি শিশু মারা গেছে ।
প্রসঙ্গত,গত ১৩ মার্চ রাশিয়া ঘোষণা করেছিল বাখমুতে ইউক্রেনীয় বাহিনীর রসদ ও অস্ত্রসস্ত্র সরবরাহের রুট কেটে দিয়েছে ৷ কিন্তু কিয়েভ এই দাবি অস্বীকার করেছে এবং বলেছে যে তারা তাদের সেনাবাহিনীকে প্রয়োজনীয় সামগ্রী পাঠাতে সক্ষম ।।