এইদিন ওয়েবডেস্ক,মৌলভীবাজার,১৫ এপ্রিল : মসজিদে দানের টাকার হিসাব নিয়ে ঝামেলার জেরে তুমুল সংঘর্ষে জড়ালো দু’পক্ষের লোকজন । সংঘর্ষে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে । আহত হয়েছে অন্তত ৪ জন ৷ ঘটনাটি ঘটেছে বাংলাদেশের মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার জায়ফরনগর ইউনিয়নের দক্ষিণ চাটেরা গ্রামে একটি মসজিদে । শুক্রবার ইফতারের সেরেই সন্ধ্যা ৭ টার দিকে দু’পক্ষ লাঠিসোঁটা নিয়ে একে অপরের উপর ঝাঁপিয়ে পড়ে । মাথায় গুরুতর আঘাত লেগে ঘটনাস্থলেই মারা যায় দক্ষিণ চাটেরা গ্রামের বাসিন্দা জলিল মিয়া (৬০) নামে ওই বৃদ্ধ ।
আহত হয়েছে জলিল মিয়ার ছেলে আব্দুল কাদির রনি (২৬), সাহিদ (২৪), জলিল মিয়ার আত্মীয় আলীপুর গ্রামের বাসিন্দা তাহির আলীর ছেলে সাহেদ আহমদ (১৮) । অপর পক্ষে ছিনু মিয়ার ছেলে তারেকুল ইসলাম (৩৫), মজহর আলীর ছেলে ইয়াছিন (৪৫), ইয়াছিন এর ছেলে সৌরভ আহমেদও (১০) গুরুতর আহত হয়েছে । আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে । কর্তব্যরত চিকিৎসক অসিত দেবনাথ জানান,ইয়াছিন ও আব্দুল কাদির রনির অবস্থা গুরুতর হওয়ায় সিলেটে স্থানান্তরিত করা হয়েছে । বাকিদের চিকিৎসা চলছে ।
মিডিয়া রিপোর্টে জানা গেছে,জায়ফরনগর ইউনিয়নের দক্ষিণ চাটেরা গ্রামের ওই মসজিদটি বছর পাঁচেক আগে নির্মান করা হয় । মসজিদের জন্য জমি দান করেন যুক্তরাজ্য প্রবাসী জোসনা বেগম নামে জনৈক এক মহিলা । নিহত জলিল মিয়া হল জোসনা বেগমের মামাতো ভাই । জোসনা বেগমরা ৮ বোন । তাদের কোনো ভাই না থাকায় মামাতো ভাই জলিল মিয়াই মূলত তাদের বিষয় সম্পত্তি দেখাশোনা করতেন । জোসনা বেগমের খুড়তুতো বোনের ছেলে তারা মিয়া মসজিদের ক্যাশিয়ার ।
জানা যায়,মসজিদের দানের টাকা ও জমি নিয়ে বেশ কিছুদিন ধরেও জলিল মিয়া ও তারা মিয়ার মধ্যে বিরোধ চলছিল । কিছু দিন আগে উপজেলা চেয়ারম্যান মসজিদে ২০ হাজার টাকা দান করেন । শুক্রবার জুমার সময় জলিল মিয়া ওই টাকার হিসাব চান। এ নিয়ে উভয়ের মধ্যে তুমুল বাকবিতন্ডা শুরু হয় । সন্ধ্যায় ইফতার শেষে মসজিদে নামাজ পর্ব মিটতেই তারা মিয়া ও ইয়াছিনের নেতৃত্বে ১৫-২০ জন লোক জলিল মিয়ার ওপর হামলা চালায়। জলিল মিয়া প্রাণ বাঁচাতে দৌড়ে নিজের বাড়িতে পালিয়ে যান । কিন্তু বাড়ির উঠানে গিয়ে হামলাকারীরা লাঠি দিয়ে তাকে বেদম পেটাতে থাকে । সেই সময় জলিল মিয়ার ছেলেরাও পাল্টা হামলা চালালে উভয় পক্ষের মধ্যে তুমুল সংঘর্ষ শুরু হয়ে যায় । স্থানীয় বাসিন্দারা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় । কিন্তু বৃদ্ধ জলিল মিয়াকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা ।।