এইদিন ওয়েবডেস্ক,বীরভূম,১৪ এপ্রিল : ‘২০২৪ সালে রাজ্য থেকে আমাদের ৩৫ আসন দিয়ে দেখুন ২০২৫ এর আগেই মমতার সরকার ফুস হয়ে যাবে’- শুক্রবার বীরভূমের সিউড়ির দলীয় জনসভায় এমনই মন্তব্য করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । হাওড়া ও রিষড়ায় রামনবমীর শোভাযাত্রায় হামলা থেকে শুরু করে দূর্নীতি ইস্যুতে তিনি এদিন রাজ্যের তৃণমূল সরকারকে কার্যত তুলোধুনো করেন । পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে অমিত শাহ বলেন, ‘ওনার শুধু একটাই লক্ষ্য,কিভাবে ভাইপোকে মুখ্যমন্ত্রী করবেন ।’
অমিত শাহ বলেন,’দিদি আর ভাইপোর অত্যাচারকে হঠানোর একমাত্র রাস্তা ভারতীয় জনতা পার্টি । বাংলাকে সন্ত্রাস মুক্ত করার একটাই রাস্তা বিজেপি । বাংলায় অনুপ্রবেশ চান আপনারা ? অনুপ্রবেশ রোখার একমাত্র রাস্তা বিজেপি । বাংলায় গরু পাচার হোক আপনারা চান ? আসামে অনুপ্রবেশ ও গরু পাচার বন্ধ হয়ে গেছে । কারন আসামে বিজেপি সরকার আছে । ২০২৪ সালে আমাদের ৩৫ আসন দিয়ে দেখুন ২০২৫ এর আগেই মমতার সরকার ফুস হয়ে যাবে ।’ তিনি বলেন,’বাংলায় একবার বিজেপি সরকারকে আনুন, দেখবেন কোনো বোমা বিস্ফোরণ হবে না, রামনবমীর সময় হামলা হবে না,অত্যাচার হবে না, অনুপ্রবেশ হবে না,গরু পাচার হবে না ।
বাংলায় যেভাবে দূর্নীতি চলছে তা বন্ধ করার একমাত্র রাস্তা বিজেপি ।’
হাওড়ার কাশীপুর ও হুগলির রিষড়ায় রামনবমীর শোভাযাত্রায় হামলা নিয়েও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এক হাত নেন অমিত শাহ । তিনি বলেন,’রিষড়া ও হাওড়ায় রামনবমীর শোভাযাত্রায় হামলা হয়েছে । তৃণমূল কংগ্রেসের তোষামোদের নীতির কারনে সাহস বেড়েছে । আপনাদের আমি আশ্বাস দিচ্ছি যে লোকসভা নির্বাচনে মোদীজিকে ৩৫ আসন দিন,বিজেপির সরকার তৈরি করুন, কারোর হিম্মত হবে না রামনবমীর শোভাযাত্রায় হামলা করার ।’
বীরভূমের আইনশৃঙ্খলা নিয়েও প্রশ্ন তুলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী । তিনি বলেন,’দিদির শাসনে বাংলা বোমা বিস্ফোরণের কেন্দ্র হয়ে গেছে । সম্প্রতি এনআইএ বীরভূমে ৮০ হাজারের বেশি ডিটোনেটর ও ২৭ হাজার কেজি অ্যামোনিয়াম নাইট্রেট বাজেয়াপ্ত করেছে । যদি এনআইএ ওগুলো উদ্ধার না করত তাহলে বহু মানুষের প্রাণহানি হত । যে বীরভূমে স্বাধীনতা সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল,আজ সেই বীরভূমকে আতঙ্কের কেন্দ্রে পরিনত করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস ।’
মুখ্যমন্ত্রীকে নিশানা করে অমিত শাহ বলেন, ‘মোদীজি গোটা দেশ থেকে জাতিবাদ আর পরিবার বাদকে নিশ্চিত করে দিয়েছেন । আর মমতা ব্যানার্জি বাংলার গরীব জনতার জন্য কাজ করেন না । ওনার লক্ষ্য মানুষের কল্যানের জন্য নয়, ওনার লক্ষ্য শুধু ভাইপোকে মুখ্যমন্ত্রী করা । বাংলার গরীবের চিন্তা ওনার নেই । মোদীজি যা পাঠাচ্ছেন তা নিচে পর্যন্ত উনি আসতে দিচ্ছেন না । ৩ লাখ কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিয়েছিলেন,মমতা দিদি তার হিসাব দিন । আপনি তো শিক্ষক নিয়োগে এত দূর্নীতি করেছেন যে ইডিকে ২ টি ট্রাকে ভর্তি করে টাকা নিয়ে যেতে হয়েছে । ওনার মন্ত্রীর ঘর থেকে ২১ কোটি টাকা পাওয়া গেছে । আরে,তৃনমুলের লোকজন তোমাদের লজ্জা হওয়া দরকার । গরীব বেকারদের কাছে টাকা নিয়ে বাংলো তৈরি করছেন?’
সিউড়ির বেনীমাধব হাইস্কুল মাঠে এদিন জনসভায় অমিত শাহ ছাড়াও উপস্থিত ছিলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী,রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার,দুই কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশিথ প্রামানিক ও সুভাষ সরকারসহ জেলার নেতারা । এদিন শুভেন্দু অধিকারীকে দরাজ সার্টিফিকেট দিয়ে অমিত শাহ বলেন,’বিধানসভায় দিদির দাদাগিরির বিরুদ্ধে লড়াই করছেন আমাদের শুভেন্দু অধিকারী । উনি দিদির দূর্নীতি প্রকাশ্যে আনার কাজ করছেন । আর বিজেপি দূর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়ানোয় গরু পাচারকারীদের জেলে যেতে হয়েছে ।’।