এইদিন ওয়েবডেস্ক,বেঙ্গালুরু,১৪ এপ্রিল : গাঁজা চাষকে বৈধ করার দাবি জানিয়েছেন অভিনেতা চেতন কুমার । চেতন একটি ফেসবুক পোস্টে বলেছেন,রাজ্যের রাজস্ব বাড়াতে এবং রোগীদের ওষুধ উৎপাদনে গাঁজা চাষ সহায়ক ভূমিকা পালন করতে পারে । পাঁচ সদস্যের একটি কমিটি বিষয়টি নিয়ে অধ্যয়ন করছে । তার মতে,উত্তরাখণ্ড, গুজরাট, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ ও কর্ণাটকের সরকারের উচিতগাঁজা চাষকে বৈধ করা ।
সম্প্রতি হিমাচলের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সুখুও গাঁজা চাষের বৈধতা দেওয়ার পক্ষে সওয়াল করেছিলেন । চেতন কুমার হিমাচলের মুখ্যমন্ত্রীর মনের সঙ্গে সহমত পোষণ করে বলেছেন,গাঁজা চাষকে বৈধ করার দিকে নজর দেওয়া উচিত । তিনি হিমাচলের মুখ্যমন্ত্রীর পদক্ষেপকে ভালো বলে প্রশংসা করেছেন। তিনি বলেন, কর্ণাটকেরও এ দিকে নজর দেওয়া উচিত। তিনি লিখেছেন যে এটি কীভাবে রাজ্যের রাজস্ব বাড়াবে তা নিয়ে একটি সমীক্ষা হওয়া উচিত। এর আগে বিগ বসের প্রাক্তন প্রতিযোগী, অভিনেতা রাকেশ আদিগাও বলেছিলেন যে গাঁজাকে বৈধ করা উচিত ।।