এইদিন ওয়েবডেস্ক,বোকারো,১৪ এপ্রিল : ‘জয় শ্রী রাম’ স্লোগান দেওয়ার জন্য ক্লাসের সব পড়ুয়াদের সাসপেন্ড করেছেন একটি মিশনারি স্কুলের অধ্যক্ষ । ঘটনাটি ঘটেছে কংগ্রেস শাসিত ঝাড়খণ্ডের বোকারো জেলায় । বিশ্ব হিন্দু পরিষদের ধানবাদের প্রধান বিনয় কুমার লয়োলা স্কুলের অধ্যক্ষ আলিশা মঞ্জুনির বিরুদ্ধে শিক্ষা আধিকারিককে (ডিইও) চিঠি লিখেছেন । তাঁর অভিযোগ অনুযায়ী, গত ৫ এপ্রিল ঐ স্কুলের দশম শ্রেণির এক ছাত্র ক্লাসে ‘জয় শ্রী রাম’ স্লোগান তোলে । আর তার সেই অপরাধের জন্য স্কুলে পরবর্তী চারটি ক্লাস স্থগিত করা হয় । এমনকি শিক্ষার্থীদের সাসপেনশন ৬ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয় । অন্যদিকে অধ্যক্ষ আলিশা মঞ্জুনি দাবি করেছেন যে ছাত্রদের শুধুমাত্র একদিনের জন্য বরখাস্ত করা হয়েছিল । শুধুমাত্র কিছু ছাত্রের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছিল, পুরো ক্লাসের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি ।
মিডিয়া রিপোর্ট অনুযায়ী,বোকারোর লয়োলার দশম শ্রেণীর এক ছাত্র ক্লাসে ‘জয় শ্রী রাম’ স্লোগান দিলে চরম ক্ষিপ্ত হন অধ্যক্ষ আলিশা মঞ্জুনি । তিনি ছাত্রটিকে বকাঝকা করেন,তার বাবা-মাকে স্কুলে ডেকে পাঠান । তারপর তাদের কাছ থেকে মুচলেকা আদায় করেন অধ্যক্ষ । তার পরেও পুরো ক্লাস ২ দিনের জন্য স্থগিত করে দেওয়া হয় । এদিকে ঘটনার খবর পেয়ে অ্যাকশন রিপোর্টের দাবিতে কালেক্টরকে একটি নোটিশও জারি করেছে শিশু অধিকার সুরক্ষার জন্য জাতীয় কমিশন (এনসিপিসিআর) ।
প্রসঙ্গত,ঝাড়খণ্ডে এই ধরনের ঘটনা আকছার ঘটে থাকে । এর আগে ২০২২ সালে ঝাড়খণ্ডের গিরিডিহ জেলার একটি সরকারি স্কুলের চতুর্থ শ্রেণীর এক ছাত্র ক্লাসের ব্ল্যাকবোর্ডে ‘জয় শ্রী রাম’ লেখায় তাকে বেদম পিটিয়েছিল ওই স্কুলের অধ্যক্ষ মোহাম্মদ আবদুল কাকলম । শুধু তাইই নয়,শিশু পড়ুয়াকে সাময়িক বরখাস্ত পর্যন্ত করা হয়েছিল ।।