এইদিন ওয়েবডেস্ক,ঢাকা,১৪ এপ্রিল : জিহাদিদের নিষেধ অগ্রাহ্য করে অবশেষে ‘মঙ্গল শোভাযাত্রা’ হল ঢাকায় । বৃহস্পতিবার সকাল ৯ টা নাগাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে ‘মঙ্গল শোভাযাত্রা’ শুরু হয় । এবারের শোভাযাত্রার বিষয় ছিল ‘বরিষ ধরার মাঝে শান্তির বারি’ । শোভাযাত্রায় পা মেলাতে দেখা গেছে বিপুলসংখ্যক মানুষকে । এদিকে শোভাযাত্রা নির্বিঘ্নে সম্পন্ন করতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে ব্যবস্থা করা হয়েছে পাঁচ স্তরের কঠোর নিরাপত্তা ব্যাবস্থা । শোভাযাত্রার অগ্রভাগে ছিল পুলিশের সোয়াত টিম। এরপর ছিল মোটরসাইকেলে র্যাবের একটি বাহিনী । তাদের পেছনে ছিল ডিএমপি পুলিশের একটি দল । দেখা যায় সাদা পোশাকে পুলিশ ও ডিবির সদস্যদেও । এছাড়াও ড্রোনের সাহায্যে গোটা এলাকার উপর নজরদারি চালাচ্ছিল পুলিশ ।
পয়লা বৈশাখে ‘মঙ্গল শোভাযাত্রা’ রুখতে ইতিপূর্বে আইনি নোটিশ পাঠিয়ে হুমকি দিয়েছিল মোহম্মদ মাহমুদুল হাসান নামে বাংলাদেশের সুপ্রিম কোর্টের এক জিহাদি আইনজীবী । ওই আইনজীবী দাবি করেন পয়লা বৈশাখ উদযাপন সম্পূর্ণ ইসলাম বিরোধী । এরপর মঙ্গলবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা অনুষদে একটা হুমকি চিঠি রেখে দিয়েছিল অজ্ঞাত জিহাদিরা । কিন্তু জিহাদিদের লাগাতার হুমকি সত্ত্বেও ‘মঙ্গল শোভাযাত্রা’র যাবতীয় আয়োজন চালিয়ে যান উদ্যোক্তারা । পাশাপাশি পুলিশকেও সতর্ক হতে দেখা যায় ।
বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয় । বিকেল ৫ টা থেকে ক্যাম্পাসে বহিরাগত গাড়ি ঢুকতে দেওয়া হয়নি । এদিকে আজ শুক্রবার সকাল থেকে কাঁটাবন মোড় থেকে মৎসভবন মোড় পর্যন্ত যান চলাচল বন্ধ করা হয়েছে । চতুর্দিকে মোতায়েন করা হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুলসংখ্যক সদস্য ।রমনা, ঢাকা বিশ্ববিদ্যালয়, টিএসসি, রবীন্দ্র সরোবর ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক প্রায় দুই হাজার ৭০০ পুলিশ কাজ করছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক ।।