এইদিন ওয়েবডেস্ক,কাবুল,১৪ এপ্রিল : আফগানিস্তানে প্রায় ২ কোটি মানুষ গুরুতর খাদ্য সংকটে ভুগছে বলে জানিয়েছে জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয়ের কার্যালয়(United Nations Office for the Coordination of Humanitarian Affairs) । তার মধ্যে ৬০ লাখ মানুষ দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে রয়েছে বলে সতর্ক করে দেওয়া হয়েছে । বৃহস্পতিবার ওসিএইচএ-এর প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে,দ্রুত অর্থ অনুমোদন না করা হলে আফগানিস্তান একটি বিশাল মানবিক বিপর্যয়ের মুখোমুখি হতে পারে । এছাড়া চলতি বছরে আফগানিস্তানের জন্য মানবিক প্রতিক্রিয়া কর্মসূচি বিশ্বের সবচেয়ে কম বাজেটের মধ্যে রয়েছে বলে জানিয়েছে ওসিএইচএ ।
প্রতিবেদনে বলা হয়েছে,ওসিএইচএ-এর তরফ থেকে অনুরোধ করা ৪.৬ বিলিয়ন ডলারের মধ্যে শুধুমাত্র ২৫১ মিলিয়ন ডলার সংস্থাগুলি পেয়েছে, যা মোট বাজেটের ৫.৪ শতাংশ এর চেয়ে সামান্য বেশি।জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয়ের কার্যালয় বলেছে,তহবিলের ঘাটতি মানবিক সংস্থাগুলিকে এমন সময়ে লক্ষ লক্ষ জীবন রক্ষাকারী সাহায্য কমাতে বাধ্য করছে যখন সাহায্য বাড়ানো উচিত । সংগঠনটি জোরের সঙ্গে বলেছে যে আফগানিস্তানের লক্ষ লক্ষ মানুষের জন্য মানবিক সাহায্যই একমাত্র শেষ অবলম্বন ।
এদিকে আফগানিস্তানে সন্ত্রাসবাদী সংগঠন তালিবানের নিয়ন্ত্রণে থাকায় দেশটির নাগরিকদের মানবিক অবস্থা একেবারে তলানিতে এসে পৌঁছে গেছে । তারই মাঝে জাতিসংঘের অফিসে কাজ করা মহিলাদের উপর তালিবানের নিষেধাজ্ঞা জারি করেছে । ফলে দেশটির নাগরিকদের মানবিক সহায়তা বিতরণে মারাত্মক আঘাত করবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা ।।