হারিয়ে যাওয়া স্মৃতিগুলো
খুঁজে নেওয়ার পালা,
মুঠোফোনের দৌলতে আজ
খুলেছে মনের তালা।
আজ আনন্দে সব আত্মহারা
উঁকি মনের কোণে,
হারানো স্মৃতি খুঁজতে ব্যস্ত
উদাস পাগল মনে।
বন্ধু কেমন জানতে চাওয়া
আলোচনায় অতীত পাওয়া,
ছোটবেলার কাছে যাওয়া
মনের তৃপ্তি মনকে দেওয়া।
সময়ের সাথে পাল্টেছে স্মৃতি
ব্যস্ত সবাই কাজের মাঝে,
আজও দোলা দেয় মনের পাতায়
নিশিদিন এই মনের মাঝে।
স্কুল জীবন ফুলের ভুবন
স্যার দিদিদের সোহাগ শাসন,
মানুষ গড়ার নিখুঁত কারিগর
এটাই ছিল তাদের জীবন।
প্রকৃতির নিয়মে আজ অনেকেই
আমাদের মাঝে নাই,
এই নতুন গ্রুপে জয়েন করে
তাদের প্রণাম জানাই।
যে সাথীরা হারিয়ে গিয়েছে
তাদের শান্তি কামনা করি,
আমরা যারা ছড়িয়ে ছিটিয়ে
এসো হাতে হাত ধরি।
সবাই সবার শুভ কামনায়
আবার জেগে উঠি,
কেউ জানে না কোন বন্ধু
কখন নেবে ছুটি।
তাই যে কটা দিন, থাকবো বেঁচে
এই সুন্দর ভুবনে,
সংখ্যা মোদের যতই বাড়ুক
থাকবো যে এক প্রাণে ।।