এইদিন ওয়েবডেস্ক,ভাতার(পূর্ব বর্ধমান),১৩ এপ্রিল : আজ বৃহস্পতিবার রাজ্য জুড়ে মহা সমারোহে গাজন উৎসব পালিত হচ্ছে । গাজন উপলক্ষে বেশ কয়েকটা দিন কঠোর কৃচ্ছসাধনের মধ্য দিয়ে সন্ন্যাসব্রত পালন করেন গ্রামবাংলার যুবকরা । প্রায় ৫০০ বছর ধরে প্রাচীন এই ঐতিহ্যকে টিকিয়ে রেখে দিয়েছেন পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার কুলনগর গ্রামবাসীরাও । আজও নীলের পুজোর দিন এলাকায় পরিক্রমা করেন গাজনের সন্ন্যাসীরা । ঢেঁকি আকৃতির একটি বিশেষ প্রতীক কাঁধে নিয়ে তাঁরা বাড়ি বাড়ি ঘুরে মহাদেবের পূজো করে গৃহস্থের মঙ্গল কামনা করেন । প্রসাদ স্বরূপ পঞ্চগব্য দিয়ে তৈরি ভগবান ভোলেনাথের চরাণামৃত দেওয়া হয় গৃহস্থদের হাতে । সন্ন্যাসীদের আগমনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেন পরিবারের গৃহিনীরা । দিনভর উপবাস করে তারা ফল,মিষ্টি,ফুল ও বাড়ির গাছের ফল দিয়ে মহাদেবকে ভক্তিভরে পূজো দেন । ঢাক,কাঁসর,ঘন্টা বাজিয়ে বাড়ির হরিমঞ্চের সামনে বসে পূজো করেন সন্ন্যাসীরা ।
প্রতি বছরের মত এদিন কুলনগর গ্রামের সন্ন্যাসীদলকে স্থানীয় এলাকা ছাড়াও ভাতার বাজারের বিভিন্ন পাড়ায় বাড়ি বাড়ি ঘুরতে দেখা যায় । নিষ্ঠা সহকারে দেবাদিদেবের উদ্দেশ্যে পূজো দেন পরিবারের গৃহিনীরা । সন্ন্যাসীরা জানান শুক্রবারও তাদের এই ব্রত উদযাপন চলবে ।।