এইদিন ওয়েবডেস্ক,করাচি,১৩ এপ্রিল : পাকিস্তানের দক্ষিণে বন্দর নগরী করাচির একটি পোশাক কারখানায় বুধবার রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে । খবর পেয়ে দমকলকর্মীরা ঘটনাস্থলে ছুটে যায় । দমকলকর্মীরা আগুন নেভানোর সময় কারখানার চারতলা ভবনটি ধসে পড়ে । ফলে ধস চাপা পড়ে ৪ জন দমকলকর্মীর মৃত্যু হয় । পরে ধ্বংসস্তূপের নিচ থেকে তাদের মৃতদেহ উদ্ধার করে উদ্ধারকর্মীরা । আহত হয়েছে আরও কয়েক ডজন মানুষ । বর্তমানে উদ্ধারকারী বাহিনী ঘটনাস্থলের কাছাকাছি ভবনগুলির ক্ষয়ক্ষতি তদন্ত করছে । তবে আগুন লাগার কারণ ও আহতের সঠিক সংখ্যা এখনও জানা যায়নি ।
প্রসঙ্গত, পাকিস্তানের দক্ষিণাঞ্চলীয় সিন্ধু প্রদেশের রাজধানী করাচি . এর আগেও এই এলাকা একই ধরনের ঘটনার সাক্ষী হয়েছে । ২০২১ সালের আগস্ট মাসে একটি রাসায়নিক কারখানায় আগুন লেগে ১০ জন প্রাণ হারিয়েছিল ।।