এইদিন ওয়েবডেস্ক,কেনিয়া,১৩ এপ্রিল : বোরখা বা হিজাব মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় পোশাক বলে পরিচিত । কিন্তু এই পোশাকে মাঝে মধ্যে কাজে লাগাতে দেখা যায় সন্ত্রাসবাদী থেকে শুরু করে ছোটখাটো দুষ্কৃতীদের । বোরখা পরে সন্ত্রাসবাদীদের নাশকতা চালানোর ঘটনার কথা মাঝে মধ্যেই শুনতে পাওয়া যায় । এছাড়া মহিলাদের সাথে বাস-ট্রেনে ভ্রমণের আনন্দ নিতে বখাটেদের বোরখা ব্যবহারের কথাও শোনা গেছে একাধিকবার । এবারে মহিলাদের জাতীয় দাবা চ্যাম্পিয়নশীপে বোরখা পরে অংশ নিয়ে পুরষ্কারের টাকা হাতানোর মতলব করেছিল এক পুরুষ । প্রতিপক্ষ মহিলাদের হারিয়ে পুরষ্কারের অর্থ প্রায় জেতার মুখেই ছিল ওই পুরুষ দাবাড়ু । কিন্তু খেলার শেষ মুহুর্তে সে ধরা পড়ে যায় । ঘটনাটি ঘটেছে কেনিয়ার ওপেন চেস টুর্নামেন্টে । ওই গুনধর দাবাড়ুর নাম স্ট্যানলি ওমোন্ডি । কিন্ত সে মিলিসেন্ট আউয়োর নাম নিয়ে প্রতিযোগিতায় অংশ নেয় বলে মিডিয়ার খবর ।
কেনিয়ার ওপেন চেস টুর্নামেন্টে বিজয়ীর জন্য ৫ লাখ শিলিং বা ভারতীয় মূদ্রায় ৩ লাখ ৫ হাজার টাকা পুরষ্কার রাখা হয়েছিল । তাতে অংশ নিয়েছিলেন ৩ মহিলা গ্র্যান্ডমাস্টার । এদিকে ওই প্রতিযোগিতায় মিলিসেন্ট আউয়োর নাম নিয়ে অংশ গ্রহণ করেছিল স্ট্যানলি ওমোন্ডি । একের পর এক মহিলা প্রতিযোগিকে সে ধরাশায়ী করতে শুরু করে । আর এতেই সন্দেহ হয় আয়োজকদের । বোরকা পরে আসায় মিলিসেন্টকে জিজ্ঞাসাবাদের জন্য আলাদা এক ঘরে নিয়ে যাওয়া হয় । তাকে বোরখা খুলতে বাধ্য করা হলে দেখা যায় বোরখার আড়ালে কোনো নারী নয়,বরঞ্চ এক মধ্য বয়স্ক পুরুষ রয়েছে । তখন নিজের আসল নাম বলতে বাধ্য হয় ওই ব্যক্তি ।
জিজ্ঞাসাবাদে স্ট্যানলি স্বীকার করেছে যে তার বেশ কিছু টাকার প্রয়োজন । কোথা থেকেও সেই টাকা সে জোগাড় করতে পারছিল না । তাই বোরখা পরে মহিলা সেজে প্রতিযোগিতায় অংশগ্রহণের পরিকল্পনা করেছিল সে । এদিকে স্ট্যানলির এই কথা শুনে তার বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেয়নি আয়োজকরা । তবে স্ট্যানলিকে টুর্নামেন্ট থেকে নিষিদ্ধ করা হয়েছে । পাশাপাশি । তার কাছে হেরে যাওয়া প্রতিপক্ষ দাবাড়ুদের জয়ী ঘোষণা করা হয় ।।