এইদিন ওয়েবডেস্ক,১৩ এপ্রিল : চলতি বছরের প্রথম তিন মাসে ভূমধ্যসাগরে ডুবে ৪০০ জনেরও বেশি অভিবাসীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন (আইওএম) । সংস্থাটি জানায়,ওই তিন মাস ২০১৭ সালের পরে ভূমধ্যসাগরে অভিবাসীদের জন্য সবচেয়ে মারাত্মক মাস ছিল ।।সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে যে ২০২৩ সালের জানুয়ারি থেকে মার্চের মধ্যে কমপক্ষে ৪৪১ জন অভিবাসী এবং আশ্রয়প্রার্থী মধ্য ভূমধ্য সাগরে ডুবে মারা গেছে । প্রকৃত মৃতের সংখ্যা আরও বেশি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে ওই সংস্থাটি ।
জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার (UNHCR) বিশ্বের সবচেয়ে বিপজ্জনক অভিবাসন পথ হিসেবে মধ্য ভূমধ্যসাগরকে হিসেবে বর্ণনা করেছেন । তিনি জানিয়েছেন,মধ্য ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে ২০১৪ সাল থেকে এযাবৎ ২০,৭০০ জনেরও বেশি মানুষ মারা গেছে বা নিখোঁজ হয়েছে । ওই সমস্ত অভিবাসীদের দেশত্যাগের কারন হিসাবে দারিদ্র্য, যুদ্ধ,জোরপূর্বক শ্রম, নারী খৎনা,দুর্নীতিগ্রস্ত সরকার এবং ব্যক্তিগত হুমকিকে দায়ি করেছে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন ।।