বাংলা আমার মাতৃভাষা আমার অধিকার
বাংলা আমার শ্রেষ্ঠ ভাষা তুলনা নাই তার ।
বাংলা আমার গানের সুর বাংলা আমার রতন
বাংলা আমার জীবন সুধা সঞ্জীবনীর মতন ।
বাংলা আমার বাঁচার লড়াই বাংলা আমার দেশ
বাংলা আমার অপার বড়াই শ্রদ্ধা সর্বশেষ ।
আমি বাংলা নিয়ে এই বিশ্বে মাথা উঁচু করি
বাংলা আমার জন্মভূমি বাংলায় যেন মরি ।
এসো আজ আমরা কথা বলি সেই বাংলা ভাষায়
ইংরিজিটা আর আজকের দিনে বলা কি মানায় ?
দিনটি ছিলো আট’ই ফাল্গুন সবাই কি তা জানে ?
জ্ঞানী-গুণী আজকে সবাই কেন ইংরেজিটাই মানে ?
বিশ্ব জুড়ে সবাই বলে ফেব্রুয়ারির একুশ
সইব আমি কেমন করে নেই কি তাদের সে হুঁশ?
যাদের দানে বাংলা মায়ের দীপ্ত হলো মুখ
বেঁচে থাকলে আজকে তারা পেতো ভীষণ দুখ
এ কবিতা দিলাম সঁপে তাদেরই চরণ তলে
শ্রদ্ধা ভরা নতশিরে নয়ন ভরা জলে ।।