এইদিন ওয়েবডেস্ক,বাঁকুড়া,২৬ মার্চ : বর্ধমানের রসিকপুরের পর এবার বাঁকুড়ার জয়পুর থানার মুরারিগঞ্জ । নির্বাচনের আগেই ফের বোমা বিস্ফোরনের ঘটনা ঘটল । শুক্রবার বিকেলে মুরারিগঞ্জের তৃণমূলের একটি কার্যালয়ে বোমা বিস্ফোরণের ঘটনাটি ঘটে বলে জানা গেছে । বিস্ফোরণের জেরে ৪ জন জখম হয়েছেন । আহতরা প্রত্যেকেই তৃণমূল কর্মী বলে প্রাথমিকভাবে অনুমান । খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে যায় জয়পুর থানার পুলিশ ।আহতদের উদ্ধার করে আরামবাগ হাসপাতালে ভর্তি করা হয় ।
কোতুলপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত জয়পুর থানা এলাকার মুরারিগঞ্জে তৃণমূলের কার্যালয়ে এদিন বিকেল সাড়ে তিনটে নাগাদ আচমকাই বোমা বিস্ফোরণ ঘটে । সেই সময় কার্যালয়ে কয়েকজন তৃণমূল কর্মী ছিলেন । তাঁদের মধ্যে চারজন গুরুতর জখম হন । এদিকে এনিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর । বিরোধী রাজনৈতিক দলগুলির অভিযোগ,ভোটের আগে এলাকাকে ভীত সন্ত্রস্ত করার উদ্দেশ্যে তৃণমূল কার্যালয়ের ভিতরেই বোমা মজুত করে রাখা হয়েছিল । সেই মজুত বোমাতেই বিস্ফোরণ ঘটেছে ।
অন্যদিকে তৃণমূল নেতৃত্বের পালটা অভিযোগ,তাঁদের কয়েকজন কর্মী কার্যালয়ে বসে পার্টির কাজ করছিলেন । সেই সময় কয়েকজন সিপিএম কর্মীএসে তাঁদের উপর বোমাবাজি করেছে । যদিও শাসকদলের এই অভিযোগ পত্রপাঠ খারিজ করে দিয়েছে স্থানীয় সিপিএম নেতৃত্ব ।।