কেনো বার বার তুমি
মনে করিয়ে দাও আমায়
যা গেছে সবটাই অতীত !
মনে আমার ভবিষ্যতের আঘ্রাণ ।
ছুটে চলেছে ঘড়ির কাঁটা
বর্তমান কে দিয়ে প্রশ্রয়
আর দেখে চলেছে স্বপ্ন
আমার কাল্পনিক ভবঘুরে প্রাণ।
জানি, তুমি ভালোবাসো
কল্পনাহীন যান্ত্রিক বাস্তব
জানি মনে তোমার আজ
বেহিসাবী সিদ্ধান্তের চাপ।
চোখের সামনে পড়ে আছে
পেঁজা মেঘ, খোলা আকাশ।
তবু ছুটে যাও, অকারণ !
খোঁজো রামধনু, পরে অনুতাপ ।
জানো, ফেলে আসা পথ
যা আজ শুধুই তোমার !
তাই দেখতে চেওনা আর
সম্পর্কের শীর্ণ অলি গলি।
খুঁজতেও হবেনা তৃষ্ণার্থ বুকে
দেখো বাড়িয়েছি হাত
ছুঁয়ে দেখো কাল্পনিক বাস্তব ,
যাকে আমি ভালোবাসা বলি ।।