সৃষ্টির সোপান বেয়ে গড়িয়ে পড়া অক্ষরমালায়
তৈরি হয় শব্দ ঝঙ্কার,
বিবেকের মসৃন পথ সজ্জিত হয় ভাবনার অলঙ্কারিত বিভুষণে;
তাই তো আজো আমার বর্ণমালা থেকে শব্দেরা খসে পড়েনা হাজার ঝঞ্ঝা শেষে!
তোষামোদি বাক্যবিন্যাসের সৃষ্টি ঝরে পড়ে পৌষালী শৈত্যায়নে,
স্বর আর ব্যঞ্জনের পরিকাঠামো সাজানো থাকে বাক্যে,
আমার চঞ্চল সকাল পেরিয়ে যায় পড়ন্ত বেলায়;
ওমহীন মাদকীয়তা সৃষ্টি করে চেতনার নরম সন্ধ্যা –
ফাল্গুনী পলাশ রাঙা রঙ মেখে আদুল গায়ে ফিরছে চৈতালি মন,
বাসনার বৈভবটা ভাঙছে চেতনার উষ্ণায়ণে সৃষ্টি করছে পর্ণমোচির সবুজ বিপ্লব,
সেখানেও শুধুমাত্র তোমারই প্রেম খেলা করে অবিনস্ত্য অক্ষরের নিষেকের উষ্ণতায়।।