এইদিন ওয়েবডেস্ক,মুম্বাই,১১ এপ্রিল : পুলিশ কন্ট্রোল রুমে ফোন করে বলিউড সুপারস্টার সালমান খানকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে ১৬ বছরের এক কিশোরকে গ্রেফতার করেছে মুম্বাই পুলিশ । মঙ্গলবার মুম্বাই পুলিশের একজন কর্মকর্তা জানিয়েছেন,পার্শ্ববর্তী থানে জেলা থেকে ওই কিশোরকে গ্রেফতার করা হয়েছে । তবে ওই কিশোর রাজস্থানের বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ ।
সোমবার মুম্বাই পুলিশের প্রধান কন্ট্রোল রুম একটি হুমকি কল পেয়েছিল । ফোন করে ৫৭ বর্ষীয় বলিউড অভিনেতা সালমান খানকে হত্যার হুমকি দেওয়া হয় । এরপর ফোনের সূত্র ধরে পুলিশ জানতে পারে মুম্বাই থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরে থানে জেলার শাহাপুর থেকে কলটি করা হয়েছিল । পরে মুম্বাই পুলিশের একটি দল শাহপুরে গিয়ে জানতে পারে হুমকি কলকারী আদপে রাজস্থান-ভিত্তিক এক ১৬ বছরের কিশোর । পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য ছেলেটিকে মুম্বাইয়ের আজাদ ময়দান পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলে জানা গেছে । সে নিছক মজার ছলে ফোন করেছিল, নাকি হুমকির পিছনে অন্য কোনো উদ্দেশ্য আছে জানতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।
গত মাসে সালমান খানকে হুমকিমূলক ই-মেইল পাওয়ার পর অভিনেতার নিরাপত্তা জোরদার করেছিল মুম্বাই পুলিশ । হুমকির অভিযোগে পুলিশ এর আগে গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই এবং গোল্ডি ব্রারের বিরুদ্ধে এফআইআর নথিভুক্ত করেছিল । বিষ্ণোই বর্তমানে পাঞ্জাবের জেলে বন্দি,অন্যদিকে গায়ক সিধু মুসেওয়ালা হত্যার অভিযোগে অভিযুক্ত হল গোল্ডি ব্রার । এদিকে একের পর এক হুমকির জেরে সলমন খানতে ওয়াই প্লাস ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হয়েছে । পাশাপাশি ব্যক্তিগত বুলেটপ্রুফ গাড়িতে চড়ে যাতায়াত করেন অভিনেতা ।।