এইদিন ওয়েবডেস্ক,নয়াদিল্লি,১১ এপ্রিল : জাতীয় দলের মর্যাদা পেল অরবিন্দ কেজরিওয়ালের দল আম আদমি পার্টি(আপ) । অন্যদিকে লোকসভা নির্বাচনের আগেই বড় ধাক্কা খেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় । কারন জাতীয় দলের তকমা হারিয়েছে তাঁর হাতে গড়া তৃণমূল কংগ্রেস । এদিকে সোমবার আম আদমি পার্টিকে জাতীয় দলের মর্যাদা দেওয়ার পরে দলীয় কর্মীদের অভিনন্দন জানিয়েছেন অরবিন্দ কেজরিওয়াল । তিনি বলেছেন,এত অল্প সময়ের মধ্যে দলের এই উত্তরণ অলৌকিকতার চেয়ে কম কিছু নয় । উল্লেখ্য,দিল্লি, গোয়া,পাঞ্জাব এবং গুজরাটের নির্বাচনী পারফরম্যান্সের ভিত্তিতে আম আদমি পার্টিকে জাতীয় দলের স্বীকৃতি দিয়েছে নির্বাচন কমিশন ।
উচ্ছ্বসিত কেজরিওয়াল হিন্দিতে টুইট করেছেন, ‘এত অল্প সময়ে জাতীয় দল? এটা অলৌকিকতার চেয়ে কম কিছু নয়। সবাইকে অনেক অনেক অভিনন্দন। দেশের কোটি কোটি মানুষ আমাদের এখানে নিয়ে এসেছে। মানুষ আমাদের কাছে অনেক কিছু আশা করে। আজ মানুষ আমাদের এই বিশাল দায়িত্ব দিয়েছে। প্রভু, আমাদের এই দায়িত্ব যাতে ভালভাবে পালন করতে পারি তার জন্য আমাদের আশীর্বাদ করুন ।’
সোমবার নির্বাচন কমিশন সোমবার আম আদমি পার্টিকে জাতীয় দল হিসাবে স্বীকৃতি দিয়েছে এবং জাতীয়তাবাদী কংগ্রেস পার্টি, সিপিআই ও তৃণমূল কংগ্রেসকে দেওয়া এই স্বীকৃতি প্রত্যাহার করেছে ।নির্বাচন কমিশনের পোল প্যানেল নাগাল্যান্ডে লোক জনশক্তি পার্টিকে (রাম বিলাস) একটি রাষ্ট্রীয় দল হিসেবে স্বীকৃতি দিয়েছে এবং টিপরা মোথা পার্টিকে ত্রিপুরায় একটি রাষ্ট্রীয় দল হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে । অন্ধ্রপ্রদেশে ভারত রাষ্ট্র সমিতিকে রাষ্ট্রীয় দল হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। এছাড়া উত্তরপ্রদেশে রাষ্ট্রীয় লোকদল এবং পশ্চিমবঙ্গে বিপ্লবী সমাজতান্ত্রিক দলের রাজ্য দলের মর্যাদাও প্রত্যাহার করে নিয়েছে ।
এদিকে কংগ্রেসকে ছাপিয়ে প্রধান বিরোধী দল হিসেবে আত্মপ্রকাশ করতে চাওয়া তৃণমূল কংগ্রেসের কাছে এটা একটা বড় ধাক্কা বলেই মনে করছে রাজনৈতিক মহল । গোয়া, মেঘালয়, ত্রিপুরায় বিধানসভার সাম্প্রতিক নির্বাচনে প্রার্থীও দিয়েছিল তৃণমূল । এছাড়া সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদব ও নবীন পট্টনায়েকর বিজেডির সঙ্গে মিলে মোদি বিরোধী অক্ষ গঠনে সক্রিয় ভূমিকা নিতে শুরু করে দিয়েছিলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । এখন জাতীয় দলের তকমা হারানোয় নরেন্দ্র মোদী বিরোধী মুখ হয়ে ওঠার মমতার প্রচেষ্টায় জোর ধাক্কা লাগলো বলে মনে করা হচ্ছে ।।