এইদিন ওয়েবডেস্ক,লুইসভিল,১১ এপ্রিল : মার্কিন যুক্তরাষ্ট্রের কেনটাকি অঙ্গরাজ্যের লুইসভিলের (Louisville) একটি ব্যাঙ্কের ২৫ বছর বয়স্ক এক কর্মী নিজের একটি রাইফেল দিয়ে তার পাঁচ সহকর্মীকে গুলি করে হত্যা করেছে । হামলায় আরও আটজন আহত হয়েছেন, যাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর । হামলাকারীকেও গুলি করে মেরে ফেলেছে পুলিশ । তবে হামলার কারন স্পষ্ট নয় । এবিষয়ে পুলিশের তরফ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি দেওয়া হয়নি । পুলিশ নিহতদের মধ্যে চারজনকে ওল্ড ন্যাশনাল ব্যাংকের কর্মচারী হিসেবে শনাক্ত করেছে । তাঁদের নাম জোশুয়া ব্যারিক (৪০),টমাস এলিয়ট (৬৩),জুলিয়ানা ফার্মার(৪৫) ও জেমস টাট(৬৪) । গুরুতর আহতদের মধ্যে নিকোলাস উইল্ট(২৬) গত ৩১ মার্চ পুলিশ একাডেমি থেকে স্নাতক হয়েছিলেন ।
লুইসভিল মেট্রো পুলিশ বিভাগের অন্তর্বর্তী প্রধান জ্যাকলিন গুইন-ভিলারোয়েল হামলাকারীকে কনর স্টার্জন(Connor Sturgeon) হিসেবে শনাক্ত করেছেন । সে আঞ্চলিক ব্যাঙ্ক ওল্ড ন্যাশনালের সিন্ডিকেশন অ্যাসোসিয়েট এবং পোর্টফোলিও ব্যাঙ্কার ছিল । আগের গ্রীষ্মে সেখানে ইন্টার্ন করার পর সে প্রায় দুই বছর সেখানে পুরো সময় কাজ করেছিলে বলে জানিয়েছে পুলিশ ।
এদিকে মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেন সহ অনান্য রাজনৈতিক দলের নেতারা সোমবার লুইসভিলে বন্দুক হামলার নিন্দা জানিয়ে বিবৃতি জারি করেছেন এবং বন্দুক আইনে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন । প্রসঙ্গত,আমেরিকায় অবাধে আগ্নেয়াস্ত্রের লাইসেন্স দেওয়া হয় । যে কারনে প্রতিটি পরিবারে বেশ কয়েকটি করে আগ্নেয়াস্ত্র মজুত থাকে । আর জাতি বিদ্বেষী বা মানসিকভাবে অসুস্থ মার্কিনরা সেই আগ্নেয়াস্ত্রগুলি কাজে লাগিয়ে নির্বিচারে নিরীহ মানুষদের হত্যা করে । চলতি বছরে একাধিক বন্দুক হামলার ঘটনা ঘটেছে আমেরিকায় । তাতে বহু মানুষের প্রাণহানিও হয়েছে । ফলে আমেরিকায় বন্দুক সংস্কৃতির উপর লাগাম টানার দাবি উঠছে দীর্ঘদিন ধরে ।।