তপ্ত বৈশাখের জ্বলন্ত আগ্নেয়গিরির লাভায়,
ক্ষুর্ধাত শিশু আদুল গায়ে রক্তমাখা ফাটা ওষ্ঠে
অবিরত রক্তপাত নির্যাতিত মেয়েটির হৃদে
সুপ্ত অভিমান দুরন্ত হাওয়ার ঘূর্ণিপাকে
দোমড়ানো মোচড়ানো ব্যথাগুলো জ্বলন্ত শিখা
সুযোগের অপেক্ষায় রাতজাগা পাখি অপলকে
বৈশাখের প্রবল ঝড়ে মাতাল মনের স্পৃহা।
মুখোশধারীর ধ্বংসের খড়্গ হাতে
রক্তচক্ষু দুটি নয়নে বৈশাখের বিদ্যুতের ঝলক
পুরানো হিসাব মেটানোর প্রতীক্ষায়
নতুন দিশা, নতুন আলোর ছটা পূর্ব দিগন্তে
বিজয় শঙ্খ ধ্বনিত হবে নতুন বর্ষে নব মুহূর্তে।
রোগাক্রান্ত কোটরে ঢোকা দুটি নয়ন উন্মুখ
অভুক্ত উদরে মৃত্যুকে আলিঙ্গন করার আকুতি
শেষ নিঃশ্বাস ছাড়ার পূর্বে একবার গর্জে ওঠে মন
বৈশাখের উড়ো ঝড়ে দীনতা উড়িয়ে দিতে চায়
নতুন স্বপ্ন, নতুন সুখ ছিনিয়ে নিতে উদগ্ৰীব হৃদয়
নতুন ভোরে, নতুন আলোয়, বাঁচতে চায় একবার জীবন ।।