তাল গাছ বলে আমি
সব চেয়ে বড় ।
মেঘকে ছুতে পারি, আকাশ কে ছুতে পারি,
ছুতে পারি চাঁদ কেও ।
গর্ব করে সে বলে
এভারেস্ট কাঞ্চনজঙ্ঘা
সে তো মোর সহোদরা ।
বট গাছ বলে
অহংকার কিসের ভাই
দোয়েল, শ্যামা, ফিঙেকে
দিতে পারনি ঠাঁই ।
বাবুকে ঠাঁই দিতে
পারনি ঘরে।
বেধেছে বাসা লাজ দুয়ারে,
ক্লান্ত পথিককে দিতে পারনি ছায়া ।
পারনি দিতে শীতল হাওয়া ।
সরে যেতে ভয় পায় কাছে
যদি বিপদ কোন ঘটে পাছে ।
বেগুন গাছ ডেকে বলেও
টুনটুনি সুখে দুঃখে মোর কাছে
থাক বোনটি ।
আকৃতিতে বড় নয়,
কর্মে বড় হও ।
ঘৃনাকে সরিয়ে দূরে
শ্রদ্ধাকে করো জয় ।।