এইদিন ওয়েবডেস্ক,কাবুল,১০ এপ্রিল : বিশ্বে অপরাধের হারে চতুর্থ স্থানে রয়েছে আফগানিস্তান । বিশ্ব জনসংখ্যা জরিপ সংস্থার (World Population Survey Organization) সাম্প্রতিক রিপোর্টে এমনই তথ্য সামনে এসেছে । ভেনিজুয়েলা, পাপুয়া নিউ গিনি, দক্ষিণ আফ্রিকা, আফগানিস্তান, হন্ডুরাস, ত্রিনিদাদ অ্যান্ড টোব্যাকো, গায়ানা, পাকিস্তান,এল সালভাদর, ব্রাজিল এবং জ্যামাইকা সহ বিশ্বের ১০ টি দেশের অপরাধের হার নিয়ে রবিবার একটি প্রতিবেদন প্রকাশ করেছে আন্তর্জাতিক ওই সংস্থাটি । চলতি বছরের প্রথম চার মাসে আফগানিস্তানে পরিচালিত জরিপ অনুসারে, দুর্নীতি, খুন, মাদক পাচার, অপহরণ এবং অর্থ পাচার সহ প্রতি লাখ নাগরিকের মধ্যে ৭৬ টি অপরাধ সংঘটিত হয়েছে ।
আফগানিস্তানের বেকারত্বের হার বৃদ্ধির কারনে চুরি এবং মারধরের মতো অন্যান্য ধরনের অপরাধ বৃদ্ধির মূল কারন হিসাবে বলা হয়েছে । প্রতিবেদন অনুসারে,২০২০ সালে আফগানিস্তান বিশ্বের ৮৫ শতাংশ আফিম সরবরাহ করেছিল এবং ২০২১ সালে যখন তালিবানরা দেশটি দখল করে তখনও আফিম ক্রয়- বিক্রয়ের প্রবাহ অব্যাহত ছিল । তবে ২০২২ সালে আফগানিস্তানে কত অপরাধ সংঘটিত হয়েছে তা এই প্রতিবেদনে বলা হয়নি ।
ওয়ার্ল্ড পপুলেশন সার্ভে অর্গানাইজেশনের রিপোর্ট অনুযায়ী, বেকারত্বকে অপরাধ বৃদ্ধির প্রধান কারণ বলা হয়েছে । আর তালিবান শাসনের পর দেড় বছরেরও বেশি সময় ধরে আফগানিস্তানে বেকারত্ব ও দারিদ্র্যের হার অভূতপূর্ব বৃদ্ধি লক্ষ্য করা গেছে ।।