এইদিন ওয়েব ডেস্ক, ১২ নভেম্বর: আলিপুরদুয়ারে বিজেপি রাজ্যসভাপতি দিলীপ ঘোষের ওপর হামলার ঘটনার প্রতিবাদে বিজেপির যুবমোর্চার পক্ষ থেকে পথ অবরোধ করা হচ্ছিল বর্ধমান শহরে। আর সেই পথেই যেতে গিয়ে আটকে পড়ে তৃণমূল নেতার গাড়ি। বৃহস্পতিবার বিকেলে এই ঘটনা ঘিরে ব্যপক উত্তেজনা ছড়াল।
বিজেপি কর্মী সমর্থকরা বর্ধমান পুরসভার প্রাক্তন কাউন্সিলর খোকন দাসের গাড়ি দেখেই জয় শ্রীরাম আওয়াজ তোলে। তা শুনে গাড়ি থেকে নেমে বিজেপি কর্মীদের দিয়ে রে রে করে তেড়ে আসেন খোকন দাস ও তার দু তিনজন অনুগামী। বিজেপি কর্মীদের সঙ্গে ধাক্কাধাক্কি শুরু হয়ে যায়।পুলিশ কোনওরকমে সামাল দেয়। বিজেপির নেতৃত্বও তাদের উত্তেজিত কর্মীদের শান্ত করে। পুলিশের চেষ্টায় পরিস্থিতি আয়ত্বে আসে। এই ঘটনায় দুপক্ষই একে অপরকে দোষারোপ করেছে।