দিব্যেন্দু রায়,আউশগ্রাম(পূর্ব বর্ধমান),০৯ এপ্রিল : অন্য এলাকার ই-চালান ব্যবহার করে অজয়নদ থেকে বালি তুলে পাচারের অভিযোগে আউশগ্রামে পথ অবরোধ করল গ্রামবাসীরা । রবিবার আউশগ্রামের মালিয়াড়া গ্রামে বালিঘাটের রাস্তার মাঝে টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করে রাখে ক্ষিপ্ত জনতা । যে কারনে রাস্তার দু’পাশে বেশ কিছু বালি বোঝাই ও খালি গাড়ি আটকে পড়ে । মূলত স্থানীয় আদিবাসী সম্প্রদায়ের লোকজনই রাস্তা অবরোধে অংশগ্রহণ করে । পরে দুপুর নাগাদ বালিঘাটের ইজারাদারের প্রতিনিধিরা বিষয়টি নিয়ে বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনায় বসে । শেষে অবরোধ তুলে নেওয়া হয় ।
পথ অবরোধকারী রবিলাল হাঁসদা,কাঞ্চন মাহালিদের অভিযোগ,এক এলাকার বালিঘাটের ই-চালান ব্যবহার করে অন্য এলাকার বালিঘাট থেকে বালি তোলা হচ্ছে । আমরা মালিয়াড়া বালিঘাট থেকে বালি আনা একটা গাড়ির ই-চালান পরখ করে দেখি ওই ই চালান আদপে কাটোয়ার একটি বালিঘাটের জন্য ইস্যু করা হয়েছে । এটা সম্পূর্ণভাবে বেআইনি কাজ । তাই আমরা আজ পথ অবরোধ করতে বাধ্য হয়েছি ।’ ভবিষ্যতে স্বচ্ছভাবে বালি তোলা না হলে ফের আন্দোলনে শুরু করবেন বলে তাঁরা হুঁশিয়ারি দিয়েছে ।
উল্লেখ্য,ইতিপূর্বেও ভুয়ো ই-চালানের মাধ্যমে বেআইনিভাবে বালিপাচারের অভিযোগ উঠেছিল পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন এলাকায় । বীরভূম এবং পূর্ব বর্ধমানের আউশগ্রাম ও জামালপুর প্রভৃতি এলাকা থেকে ভুয়ো ই চালানের মাধ্যমে বালিপাচারে অভিযোগে বেশ কয়েকজনকে গ্রেফতারও করা হয় । কিন্তু গ্রেফতারির পরেও ভুয়ো ই চালান ব্যবহার করে বালিপাচার এখনও সমানে চলছে বলে অভিযোগ ।
প্রসঙ্গত,পূর্ব বর্ধমান ও বাঁকুড়া জেলার বালিঘাটগুলির বেআইনি কাজ কারবার নিয়ে দীর্ঘদিন ধরে সরব হচ্ছেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । শনিবার কার্জন কেটে দলীয় জনসভায় এনিয়ে সরাসরি দুই জেলার জেলাশাসকের দিকে অভিযোগের আঙুল তুলেছিলেন তিনি । তাঁর অভিযোগ, দুই জেলার বালিঘাটগুলি থেকে তোলাবাজির টাকা তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে পৌঁছে দেন দুই জেলাশাসক ।।