এইদিন ওয়েবডেস্ক,জম্মু-কাশ্মীর,০৯ এপ্রিল : রবিবার ভোরে জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলায় নিয়ন্ত্রণ রেখায় সন্দেহভাজন পাকিস্তানি সন্ত্রাসবাদীর অনুপ্রবেশের চেষ্টা ব্যার্থ করেছে ভারতীয় সেনা । সেনার গুলিতে খতম হয়েছে এক সন্ত্রাসবাদী । এদিন ভোর ২.১৫ নাগাদ পুঞ্চের শাহপুর সেক্টরে সীমান্ত অতিক্রম করে ৩ পাকিস্তানি সন্ত্রাসবাদী ভারতে ঢোকার চেষ্টা করলে সেনাবাহিনী গুলি চালায় । সেনার গুলিতে একজন সন্ত্রাসবাদী খতম হলেও বাকি দু’জন বনাঞ্চল এলাকা দিয়ে পালিয়ে যায় । পরে ভারতীয় সেনা সীমান্ত থেকে নিহত সন্ত্রাসবাদীর মৃতদেহটি উদ্ধার করে । জম্মু-ভিত্তিক সেনাবাহিনীর পিআরও লেফটেন্যান্ট কর্নেল দেবেন্দর আনন্দ বলেছেন যে পালিয়ে যাওয়া সন্ত্রাসবাদীদের সন্ধানে অভিযান চালানো হচ্ছে ।।