নারী ও নদী তোমাদের মাঝে নেই কোন ব্যবধান
উভায়েই বিলিয়ে দাও নিজের সুখ
আবার উভায়েই কাঁদাও
নদী তুমি ভেঙে ঘর বাড়ি,গড়ে দাও নতুন চর
নারী তুমি ভালোবেসে কাঁদাও, আবার গড় সংসার
তোমাদের নিজস্ব স্বভাবে থাকবে চিরকাল
সৃষ্টিতে যে ভাবে সৃজন,তেমনি তার চলমান
তবু জোর করে পাবার বাসনা,তুমি আমার
মনে রেখেছো কিনা বলো?
তুমি আজ কোথায় কেমন আছো, নাকি আমায় গেছো ভুলে
আমার ফেরার পথ নেই, আমি শুয়ে আছি, গহীন আঁধারে, অন্ধকার কবরে।
শূন্য জীবনে শুধু হাহাকার ।।