এইদিন ওয়েবডেস্ক,রাওয়ালপিন্ডি,০৭ এপ্রিল : বালুচ ন্যাশনালিস্ট আর্মির(বিএনএ) প্রতিষ্ঠাতা তথা সংগঠনের শীর্ষ নেতা গুলজার ইমাম ওরফে শাম্বেকে (Gulzar Imam alias Shambay) গ্রেফতার করা হয়েছে বলে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (ISPR) শুক্রবার এক বিবৃতিতে জানিয়েছে । বালুচিস্তানের জনগনের উপর পাকিস্থানি সেনার দমনপীড়নের বিরুদ্ধে লড়াই করতে প্রথমে বালুচ রিপাবলিকান আর্মি (বিআরএ) এবং ইউনাইটেড বালুচ আর্মি(ইউবিএ) নামে দুটি স্বাধীনতাকামী সংগঠনের জন্ম হয় । পরে ওই দুই সংগঠন এক ছাতার তলায় এসে গড়ে তোলা হয় বালুচ ন্যাশনালিস্ট আর্মি (বিএনএ) ।
পাকিস্থান সেনাবাহিনী বলেছে, পাঞ্জগুর এবং নোশকিতে আইন প্রয়োগকারী সংস্থার (এলইএ) স্থাপনায় হামলা সহ পাকিস্তানে কয়েক ডজন হামলার জন্য দায়ী ছিল বিএনএ । বিবৃতিতে উল্লেখ করা হয়েছে যে গুলজার ইমাম ২০১৮ সাল থেকে বালুচ রিপাবলিকান আর্মি (বিআরএ) তে ব্রহামদাঘ বুগতির ডেপুটি হিসাবে রয়ে গেছেন । তিনি বালুচ রাজি আজোই সংগার (BRAS) গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল এবং এর অপারেশনাল প্রধান ছিলেন ।
পাকিস্তানের সেনাবাহিনীর মিডিয়া উইং দাবি করেছে,শাম্বের ভারত ও আফগানিস্তানে সফরের ডিটেল তাদের রেকর্ডে রয়েছে এবং শত্রু গোয়েন্দা সংস্থার সাথেও তার সন্দেহজনক সম্পর্ক ছিল । সামরিক বাহিনী বলেছে যে এক মাস ধরে গোয়েন্দা প্রচেষ্টার পরে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে তবে আরও বিশদ বিবরণ দেওয়া হয়নি ।
উল্লেখ্য,বালুচিস্তানের স্বাধীনতা সংগ্রামের আন্দোলনকে জোরদার করতে জিহাদি সংগঠন তেহেরিক-এ-তালিবান পাকিস্থানের(টিটিপি) সঙ্গে গত বছর হাত মিলিয়েছিল বালুচ ন্যাশনালিস্ট আর্মি (বিএনএ) । আর তার এক বছরের মধ্যেই বিএনএ- এর প্রধান গ্রেফতার হওয়ায় টিটিপি-এর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে । আশঙ্কা করা হচ্ছে টিটিপিই গুলজার ইমাম সম্পর্কীয় তথ্য পাকিস্থানের গোয়েন্দা সংস্থার কাছে সরবরাহ করেছিল । এদিকে সংগঠনের শীর্ষ নেতা গ্রেফতার হওয়ায় বালুচিস্তানের স্বাধীনতা আন্দোলনে জোর ধাক্কা খেল বলে মনে করা হচ্ছে ।।