এইদিন ওয়েবডেস্ক,কাবুল,০৭ এপ্রিল : নারী শিক্ষা বন্ধ সহ একাধিক বিষয়ে তালিবানের নীতির সমালোচনা করে খবর করার জন্য আফগানিস্তানের বাঘলান প্রদেশের ৩ সাংবাদিক নূর-আগা সাদাত, সাফিউল্লাহ সাফা এবং গোলাম-আলি ওয়াহদাতকে আটক করেছিল তালিবানের জঙ্গিরা । তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ তুলে কঠোর শাস্তির প্রস্তুতি নিতে শুরু করেছিল আফগানিস্তানের বর্তমান সন্ত্রাসবাদী শাসকদল । শেষ পর্যন্ত আটক সাংবাদিকরা তালিবানের বিরুদ্ধে সমালোচনামূলক বিষয়বস্তু প্রকাশ না করার প্রতিশ্রুতি দিলে তাদের মুক্তি দেওয়া হয় ।
জানা গেছে,বাঘলানে রেডিও টেলিভিশন আফগানিস্তানের (আরটিএ) রিপোর্টার হলেন নূর-আগা সাদাত এবং ক্যামেরাম্যান সাফিউল্লাহ সাফা । গোলাম-আলি ওয়াহদাত তানভীর শামস টিভির স্থানীয় রিপোর্টার । ওই তিনজনকেই আফগান মিডিয়া অ্যাডভোকেসি গ্রুপগুলির মধ্যস্থতায় বৃহস্পতিবার মুক্তি দেয় তালিবানের গোয়েন্দা সংস্থা ।
তালিবানদের তাদের নীতির সমালোচনাকারী সাংবাদিকদের আটক, নির্যাতন এবং কারারুদ্ধ করার অসংখ্য নজির আছে । ফের মিডিয়ার উপর তালিবানি কোপ পড়ায় গণমাধ্যমে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে । আফগান জার্নালিস্টস ইউনিয়ন এবং ফ্রি জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ওই সাংবাদিকদের আটককে বেআইনি বলে অভিহিত করেছে এবং তালেবানদের কাছে তদন্তের জন্য মামলাটি মিডিয়া তদারকি কমিটির কাছে এবং তারপর প্রয়োজনে অন্যান্য প্রাসঙ্গিক কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের দাবি করেছে । যদিও সাংবাদিকদের আটকের কারণ সম্পর্কে তালিবানরা এখনও কোনো মন্তব্য করেনি ।।