এইদিন ওয়েবডেস্ক,বরগুনা(বাংলাদেশ),০৭ এপ্রিল : এতদিন ব্যক্তিগত ভাবে প্রতিবেশী হিন্দু সম্প্রদায়ের মানুষদের জমি দখল করা হত । এবারে ধর্মের নামে বাংলাদেশের হিন্দুদের জমি দখলের খেলায় মেতেছে কট্টরপন্থী মুসলিমরা । এমনই একটি ঘটনা প্রকাশ্যে এসেছে বাংলাদেশের বরগুনা(Barguna) সদর এলাকা থেকে । পুলিশ প্রশাসনের দ্বারস্থ হয়েও কোনো বিহিত না হওয়ায় তিনজন ক্ষতিগ্রস্থ হিন্দু কৃষক ঢাকায় জাতীয় প্রেস ক্লাবের সামনে ব্যানার টাঙিয়ে অনশন আন্দোলন শুরু করেছেন । এমনকি সাংবাদিকের ক্যামেরার সামনে আন্দোলনকারীদের প্রকাশ্যে হুমকি দিতে দেখা গেছে জনৈক এক মৌলবীকে । ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের মানুষের মধ্যে ।
ভয়েস অফ বাংলাদেশী হিন্দু নামে একটি টুইটার হ্যান্ডেল থেকে আন্দোলনকারীদের উদ্দেশ্যে মৌলবীর হুমকি দেওয়ার একটি ভিডিও শেয়ার করে লিখেছেন,’বরগুনা সদরে হিন্দুদের জমি দখল করে তৈরি হচ্ছে মডেল মসজিদ। হিন্দুরা প্রতিবাদ করতে রাস্তায় নেমে এলে কিছু চরমপন্থী তাদের ওপর হামলা চালায়। বাংলাদেশের হিন্দুরা তাদের জমি দখলের বিরুদ্ধেও প্রতিবাদ করতে পারে না। কোথায় মানবাধিকার সংস্থাগুলো ?’ ওই ভিডিওতে মৌলবীকে আঁঙুল উঁচিয়ে প্রতিবাদী তিন কৃষককে শাসাতে দেখা গেছে । আন্দোলনকারীদের তার স্পষ্ট নির্দেশ, ‘এই ওঠ’ । তখন জনৈক এক প্রশ্নকর্তাকে মৌলবীর উদ্দেশ্যে বলতে শোনা গেছে, ‘আপনারা জোর করে সংখ্যালঘুদের জমি দখল করতে পারেন না ।’ দাবি করা হয়েছে, মডেল মসজিদ নির্মানের জন্য যে কয়েকজন দরিদ্র হিন্দুর জমি দখল করা হয়েছে তাদের নূন্যতম ক্ষতিপূরণ পর্যন্ত দেওয়া হয়নি।
এদিকে এই ঘটনায় প্রতিবাদে সরব হয়েছেন বহু মানুষ । ধর্মা সেন পূজা নামে এক ইউজার্স লিখেছেন,’ওরা নিজেদের গর্ত নিজেরাই খুঁড়ছে, দিনে ৫ বার নামাজ পাঠ করে, ধর্মের নামে গোঁড়ামি করার জন্য ওদের কোনো পূণ্য হয় না উল্টে পাপ ই হয় যার টের ওরা পায় না, কিন্তু মৃত্যুর পরে নরকে আল্লাহ যখন ওদের গরম তেলে ভাজা করবে তখন টের পাবে ।’ কিংস অফ ট্রোলস লিখেছেন,’হিন্দুরা অনশন ধর্না না করে হাতে অস্ত্র তুলে নিক ……. এই জানোয়ারগুলো একটাই ভাষা বোঝে ।’ রাধে কৃষ্ণ নামে একজন ইউজার্স লিখেছেন,’কোথায় মানবধিকার সংগঠন এবং বিবিসি নিউজ ?’