এ জন্মে তোমায় ছেড়েই দিলাম
পার্থিব সব সুখগুলো তোমায় দিলাম
বাকি স্মৃতিটুকু না হয় সঙ্গে নিলাম
ভাবনাগুলো মেঘের সাথে গল্প জুড়ুক
সময় ঘড়ি নিজের তালে এগিয়ে চলুক।
দিন দুপুরে সেই লাস্যময়ী ছলাৎ করে
উছলে পড়ুক তোমার গোপন বুকে
হোঁচট খেয়ে এক অছিলায়
ভাববো আমি ভুল করে, সে তো আমি
আমিই ছিলাম,অন্য নারীর রূপ ধরে।
লাল শাড়ির ভাঁজে ঘামটা মুছে
ক্লান্তির গন্ধ মেখে কাজের শেষে
বসবে যখন ভালোবাসা তোমার পাশে এসে
ভাববো আমি ভুল করে, সে তো আমি
আমিই ছিলাম, অন্য নারীর রূপ ধরে।
সন্ধ্যার জুঁইয়ের সুবাস মাতাবে তোমার ঘর
অপেক্ষাতে রইবে দুটি কাজল হরিণী আঁখি
বেলিফুল খোঁপায় গুঁজে বাড়াবে মনের জ্বর
ভাববো আমি ভুল করে, সে তো আমি
আমিই ছিলাম,অন্য নারীর রূপ ধরে।
রিনিঝিনি নূপুর পায়ে ঘুরবে নববধূ
তোমার বুকে উঠবে তখন ভীষণ একটা ঝড়
গান জুড়বে তোমরা দুজন জ্যোৎস্না মাখা দেশে
ভাববো আমি ভুল করে, সে তো আমি
আমিই ছিলাম, অন্য নারীর রূপ ধরে।
এ জন্মে না হয় দূরে চলেই গেলাম
এ জন্মে না হয় হলাম তোমার পর
এ জন্মে বাঁধবো শুধু তোমায় নিয়ে
চুপিচুপি ভাবনারই খেলাঘর ।।